তুঘলকি কাণ্ড

দিল্লির পাঠান সুলতান মহম্মদ বিন তুঘলক ছিলেন খামখেয়ালি। তাঁর হঠাৎ মনে হল রাজধানী দিল্লি থেকে সরিয়ে দেশের মাঝামাঝি জায়গায় অবস্থিত দেবগিরিতে নিয়ে গেলে সাম্রাজ্য পরিচালনায় সুবিধা হবে। যে কথা সেই কাজ। পরিকাঠামোর কোন সুষ্ঠু ব্যবস্থা না-করেই সব সরকারি দফতর, সরকারি কর্মচারী, মায় দিল্লির সব জনগণকে নির্দেশ দেওয়া হল স্থানান্তরণের। হেনস্তা অনুমেয়। কয়েকমাস পর তাঁর মনে হল নতুন জায়গায় কাজকর্ম ঠিকমতো হচ্ছে না। আবার ফরমান জারি হল, চলো দিল্লি। বর্তমান কালের শাসকদের কাজকর্মেও কি আমরা তুঘলকি কাণ্ড দেখতে পাই না? সোচ্চার হয়ে বলতে গেলে হয়তো বিপদের সম্ভাবনা আছে।

Add a Comment