গুরুচণ্ডালী দোষ

‘গুরুচণ্ডালী দোষ’ কাকে বলে?
বাংলা ভাষার দুটি রূপ আছে। তার মধ্যে একটি সাধু এবং অপরটি চলিত। উভয়রীতির মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য বিদ্যমান। তাই একই রচনায় সাধু ও চলিত ভাষার সংমিশ্রণ অসংগত ও অশুদ্ধ। ভাষারীতির এ অশিষ্ট প্রয়োগকে গুরুচণ্ডালী দোষ বলা হয়।
বাংলা গদ্যের বিকাশ পর্বে কিছু লেখক সাধু ও চলিত ভাষা মিশ্রিত করে লিখতেন তাদেরকে ব্যাঙ্গ করে ‘মড়াদাহ’ বা ‘শবপোড়া’ দল বলা হত। কেননা- শব ও দাহ দুটি সাধু ভাষার শব্দ অপরদিকে ‘মড়া’ ও ‘পোড়া’ এ শব্দদুটি চলিত ভাষার। সঠিক হবে ‘শবদাহ’ (১০তম বিসিএস প্রিলিমিনারি) বা ‘মড়াপোড়া’। একই কারণে ‘ঘোড়ার শকট’ বা ‘অশ্বগাড়ি’ গুরুচণ্ডালী দোষে দুষ্ট। সঠিক হবে ‘ঘোড়ার গাড়ি’ বা ‘অশ্বশকট’। ‘

সাধু ও চলিত ভাষার মিশ্রণের ফলে ভাষা প্রকৃতিগত বৈশিষ্ট্য হারিয়ে কলুষিত হয়ে পড়ে। তাই সাধু ও চলিতরীতির মিশ্রণ দূষণীয় হিসেবে পরিগণিত হয়। এ জন্য উভয়রীতির মিশ্রণ পরিহার করা অবশ্যই কর্তব্য।

Add a Comment