বাক্য সংকোচন(য-১)
|যদু বংশে জন্ম যার- যাদব
যাতে কোনো নামের উল্লেখ থাকে না- বেনামী
যাতে জল ধারণ করে- জলধি
যারা মূর্তি পূজা করে- পৌত্তলিক
যার অন্য উপায় নেই- অনন্যোপায়
যার অর্থ নেই- অর্থহীন
যার আকার কুৎসিত- কদাকার
যার আগমনের কোনো তিথি নেই- অতিথি
যার ঈহা (চেষ্টা) নেই- নিরীহ
যার উপস্থিত বুদ্ধি আছে- প্রত্যুৎপন্নমতি
যার কোনো উপায় নেই- নিরুপায়
যার কোনো কিছু চাওয়ার নেই – অকিঞ্চন
যার কোনো কিছু থেকেই ভয় নেই- অকুতোভয়
যার কোন উপায় নেই- নিরুপায়
যার কোন শত্রু নেই/জন্মেনি- অজাতশত্রু
যার চারদিকে স্থল- হ্রদ
যার চিত্ত এক বিষয়ে নিবিষ্ট- একাগ্রচিত্ত
যার জন্ম নেই- অজ
যার জায়া যুবতী- যুবজানি
যার দাড়ি/শ্মশ্রু জন্মে নি- অজাতশ্মশ্রু
যার দুই দিক বা চার দিকে জল- দ্বীপ
যার দুটি মাত্র দাঁত- দ্বিরদ (হাতি)
যার দুবার জন্ম হয়- দ্বিজ
যার দুহাত সমান চলে -সব্যসাচী
যার নাম লিখিত আছে- নামাঙ্কিত
যার নিজের বলতে কিছু নেই- নিঃস্ব
যার পত্নী বিগত হয়েছে- বিপত্নীক
যার পিঠ বেঁকে গিয়েছে- ন্যুজ্ব
যার পিতা ও মাতা নেই- অনাথ
যার পুত্র নেই- অপুত্রক
যার পূর্বজন্মের কথা স্মরণ আছে- জাতিস্মর
যার প্রকৃত বর্ণ ধরা যায় না- বর্ণচোরা
যার প্রভা ক্ষণকাল স্থায়ী হয়- ক্ষণপ্রভা
যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না- অজ্ঞাতকুলশীল
যার বরাহের (শূকর) মতোখুর- বরাখুরে
যার বিশেষ খ্যাতি আছে- বিখ্যাত
যার বেশবাস সংবৃত নয়- অসংবৃত
যার মৃত্যুকাল উপস্থিত- মুমূর্ষু
যার যশ আছে- যশস্বী
যার শত্রু জন্মায়নি- অজাতশত্রু
যার শুভ ক্ষণে জন্ম- ক্ষণজন্মা
যার সর্বস্ব হারিয়ে গেছে- সর্বহারা, হৃতসর্বস্ব
যার স্ত্রী বিদেশে থাকে – প্রোষিতপত্নীক
যার স্বামী বিদেশে থাকে- প্রোষিতভর্তৃকা