বাক্য সংকোচন(আ)

আকস্মিক দুর্দৈব – উপদ্রব
আকালের বছর- দুর্বছর
আকাশের ন্যায় রং- আকাশী
আকাশে উরে বেড়ায়/চরে যে- আকাশচারি, খেচর
আকাশে গমন করে যা – বিহগ/ বিহঙ্গ
আকাশে (খ-তে) ওড়ে যে- বাজি
আকাশে (খ-তে) চরে যে- খেচর
আকাশ ও পৃথিবীর অন্তরাল- রোদসী
আকাশ ও পৃথিবী বা স্বর্গ ও মর্ত্য- ক্রন্দসী
আগমনের কোনো তিথি নেই যার – অতিথি
আগুনের ফুলকি – স্ফুলিঙ্গ
আগে কখনো দেখা যায় নাই যাহা – অদৃষ্টপূর্ব
আগে কখনো শোনা যায় নাই যাহা – অশ্রুতপূর্ব
আঙুর ফল – দ্রাক্ষা
আচারে নিষ্ঠা আছে যার -আচারনিষ্ঠ
আজন্ম শত্রু- জাতশত্রু
আজীবন সধবা যে নারী – চিরায়ুষ্মতী
আটমাস মাতৃগর্ভে থাকিয়া ভুমিষ্ট হয় যে- আটমেশে, আটাশে
আট প্রহরেই যাহা পরা যায়- আটপৌরে
আঠাযুক্ত আছে যাহাতে- আঠালো
আতপে(বাতাসে) শুষ্ক যাহা- আতপশুষ্ক
আত্মাকে অধিকার করে- অধ্যাত্ম
আত্মার সম্মন্ধীয় বিষয়- আধ্যাত্মিক, আত্মিক
আত্মার সহিত সম্পর্ক যাহার- আত্মীয়
আত্ম বিষয়কেই সর্বস্ব বলে মনে করে- আত্মসর্বস্ব
আদব কায়দা জানে না যে- বেয়াদব
আদরিণী কন্যা- দুলালী
আদরের সহিত- সাদরে
আদি থেকে অন্ত পর্যন্ত- আদ্যন্ত, আদ্যোপান্ত
আদি নেই যার- অনাদি
আদৌ অভিজ্ঞতা নাই যাহার- অনভিজ্ঞ
আনন্দজনক ধ্বনি- নন্দিঘোষ
আনন্দের যোগ্য – নন্দ্য
আনন্দের সঙ্গে বর্তমান- সানন্দ
আপনাকে কৃতার্থ মনে করেন যিনি- কৃতার্থম্মন্য
আপনাকে কেন্দ্র করে চিন্তা যার- আত্মকেন্দ্রীক
আপনাকে পন্ডিত মনে করেন যিনি – পণ্ডিতম্মন্য
আপনাকে ভুলে থাকে যে- আত্মভোলা
আপনাকে যে হত্যা করে- আত্মঘাতী
আপনাকে সর্বস্ব ভাবে যে- আত্মসর্বস্ব
আপনার বর্ণ লুকায় যে- বর্ণচোরা
আপনার রং লুকায় যে/যার প্রকৃত বর্ণ ধরা যায় না- বর্ণচোরা
আপন কর্তৃত্ব যেখানে সচল- আত্মকর্তৃত্ব
আবক্ষ জলে নেমে স্নান – অবগাহন
আভিজাত্যপূর্ণ মনে হলেও আসলে অর্থহীন ও বিভ্রান্তিকর- হিংটিংছট
আভিধানিক অর্থ ছাড়া অন্য অর্থের দ্যোতনা – ব্যঞ্জনা
আমার তুল্য- সাদৃশ
আমিষের অভাব- নিরামিষ
আমৃত্যু যুদ্ধ করে যে – সংশপ্তক
আয়ুর পক্ষে হিতকর – আয়ুষ্য
আয় অনুসারে ব্যয় করেন না যিনি- অমিতব্যয়ী
আয় অনুসারে ব্যয় করে যে – মিতব্যয়ী
আরাধনা করিবার যোগ্য যিনি- আরাধ্য
আরোগ্য হওয়া কঠিন এমন- দুরারোগ্য
আলোকের অভেদ্য- অনচ্ছ
আল্লাহর অস্তিত্বে বিশ্বাস আছে যার -আস্তিক
আল্লাহর অস্তিত্বে বিশ্বাস নেই যার- নাস্তিক
আশীতে(দাঁতে) বিষ যার – আশীবিষ (সাপ)
আশীর্বাদ ও অভয়দানসূচক হাতের মুদ্রা- বরাভয়
আশ্বিনমাসের পূর্ণিমা তিথি- কোজাগর
আসমানের মত রং যাহার- আসমানি
আহারের দ্বারা ক্ষুধার নিবৃত্তি – ক্ষুন্নিবৃত্তি
আয় অনুসারে ব্যয় করে যে- মিতব্যয়ী

Add a Comment