তৎসম বা সংস্কৃত উপসর্গ

বিগত সালের BCS Preliminary- তে এখান থেকে প্রশ্ন এসেছে 5টি।

তৎসম উপসর্গগুলো সংস্কৃত থেকে এসেছে। সংস্কৃত থেকে যে সকল শব্দ বাংলা ভাষায় অবিকৃতভাবে এসেছে, সে সকল শব্দের পূর্বে তৎসম উপসর্গ ব্যবহার হয়। সংস্কৃত শব্দ ছাড়া অন্য শব্দের পূর্বে এসকল উপসর্গ বসে না।

বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গ বিশটি; যথা- অতি, অধি, অনু, অপি, অপ, অব, অভি, আ , উপ, উৎ, দুর, নির, নি, পরা, পরি, প্রতি, প্র , বি, সম, সু (৩০, ২৬তম বিসিএস প্রিলিমিনারি)

১ . প্র

যে অর্থের দ্যোতনা করেশব্দ গঠন
প্রকৃষ্ট/ সম্যকপ্রচলন (প্রকৃষ্ট রূপ চলন/ চলিত যা)প্রভাব, প্রস্ফুটিত
খ্যাতিপ্রসিদ্ধ, প্রতাপ
আধিক্য প্রবল (বলের আধিক্য), প্রগাঢ়, প্রচার, প্রসার
গতিপ্রবেশ, প্রস্থান
ধারা-পরম্পরাপ্রপৌত্র, প্রশাখা, প্রশিষ্য

২ . পরা

যে অর্থের দ্যোতনা করেশব্দ গঠন
আতিশয্য পরাকাষ্ঠা, পরাক্রান্ত, পরায়ণ
বিপরীত পরাজয়, পরাভব

৩ . অপ

যে অর্থের দ্যোতনা করেশব্দ গঠন
বিপরীত অপমান, অপকার, অপচয়, অপবাদ (১৫তম বিসিএস প্রিলিমিনারি)
নিকৃষ্টঅপসংস্কৃতি (নিকৃষ্ট সংস্কৃতি), অপকর্ম, অপসৃষ্টি, অপযশ
স্থানান্তর অপসারণ, অপহরণ, অপনোদন
বিকৃতঅপমৃত্যু
সুন্দরঅপরূপ

৪ . সম

যে অর্থের দ্যোতনা করেশব্দ গঠন
সম্যক রূপেসম্পূর্ণ, সমৃদ্ধ, সমাদর
সম্মুখেসমাগত, সম্মুখ

৫ . নি

যে অর্থের দ্যোতনা করেশব্দ গঠন
নিষেধ নিবৃত্তি, নিবারণ
নিশ্চয় নির্ণয়
আতিশয্যনিদাঘ, নিদারুণ
অভাব নিষ্কলুষ (কলুষতাহীন), নিষ্কাম

৬ . অনু

যে অর্থের দ্যোতনা করেশব্দ গঠন
পশ্চাৎ অনুশোচনা (পূর্বের কৃতকর্মের জন্য অনুশোচনা), অনুগামী (পশ্চাদ্ধাবনকারী), অনুজ, অনুচর, অনুতাপ, অনুকরণ
সাদৃশ্যঅনুবাদ, অনুরূপ, অনুকার
পৌনঃপুন্যঅনুশীলন (বারবার করা) , অনুক্ষণ, অনুদিন
সঙ্গেঅনুকূল, অনুকম্পা

৭ . অব

যে অর্থের দ্যোতনা করেশব্দ গঠন
হীনতাঅবজ্ঞা, অবমাননা (১৬তম বিসিএস প্রিলিমিনারি)
সম্যক ভাবেঅবরোধ, অবগাহন, অবগত, অবদান (১৬তম বিসিএস প্রিলিমিনারি)
নিম্নে/ অধোমুখিতাঅবতরণ, অবরোহণ
অল্পতাঅবশেষ, অবসান, অবেলা

৮. নির

যে অর্থের দ্যোতনা করেশব্দ গঠন
অভাবনিরক্ষর, নির্জীব, নিরহঙ্কার, নিরাশ্রয়, নির্ধন
নিশ্চয় নির্ধারণ, নির্ণয়, নির্ভর
বাহির/ বহির্মুখিতা নির্গত,নিঃসরণ, নির্বাসন

৯. দুর

যে অর্থের দ্যোতনা করেশব্দ গঠন
মন্দদুর্ভাগা, দর্দশা, দুর্নাম
কষ্টসাধ্য দুর্লভ, দুর্গম, দুরতিক্রম্য

১০. অধি

যে অর্থের দ্যোতনা করেশব্দ গঠন
আধিপত্যঅধিকার, অধিপতি, অধিবাসী
উপরিঅধিরোহণ, অধিষ্ঠান
ব্যাপ্তিঅধিকার,অধিবাস, অধিগত

১১. বি

যে অর্থের দ্যোতনা করেশব্দ গঠন
বিশেষ রূপেবিধৃত, বিশুদ্ধ, বিজ্ঞান, বিবস্ত্র, বিশুষ্ক, বিনির্মাণ
অভাববিনিদ্র, বিবর্ণ, বিশৃঙ্খল, বিফল
গতিবিচরণ, বিক্ষেপ
অপ্রকৃতিস্থবিকার, বিপর্যয়

১২ . সু

যে অর্থের দ্যোতনা করেশব্দ গঠন
উত্তমসুকণ্ঠ, সুকৃতি, সুচরিত্র, সুপ্রিয়, সুনীল
সহজসুগম, সুসাধ্য, সুলভ
আতিশয্য সুচতুর, সকঠিন, সুধীর, সুনিপুণ, সুতীক্ষ্ণ

১৩. উৎ

যে অর্থের দ্যোতনা করেশব্দ গঠন
ঊর্ধ্বমুখিতাউদ্যম, উন্নতি, উৎক্ষিপ্ত, উদগ্রীব, উত্তোলন
আতিশয্যউচ্ছেদ, উত্তপ্ত, উৎফুলল, উৎসুক, উৎপীড়ন
প্রস্ত্ততিউৎপাদন, উচ্চারণ
অপকর্ষ উৎকোচ, উচ্ছৃঙ্খল, উৎকট

১৪ . পরি

যে অর্থের দ্যোতনা করেশব্দ গঠন
বিশেষ রূপপরিপক্ব, পরিপূর্ণ, পরিবর্তন
শেষপরিশেষ
সম্যক রূপে পরিশ্রান্ত, পরীক্ষা, পরিমাণ
চতুর্দিকপরিক্রমণ, পরিমন্ডল

১৫ . প্রতি

যে অর্থের দ্যোতনা করেশব্দ গঠন
সদৃশপ্রতিমূর্তি, প্রতিধ্বনি
বিরোধপ্রতিবাদ, প্রতিদ্বন্দ্বী
পৌনঃপুন্য প্রতিদিন, প্রতি মাস
অনুরূপ কাজপ্রতিঘাত, প্রতিদান, প্রত্যুপকার

১৬ . অতি

যে অর্থের দ্যোতনা করেশব্দ গঠন
আতিশয্যঅতিকায়, অত্যাচার, অতিশয়
অতিক্রমঅতিমানব, অতিপ্রাকৃত

১৭ . অপি

যে অর্থের দ্যোতনা করেশব্দ গঠন
ব্যাকরণের সূত্র অপিনিহিতি

১৮ . অভি

যে অর্থের দ্যোতনা করেশব্দ গঠন
সম্যকঅভিব্যক্তি, অভিজ্ঞ, অভিভূত
গমনঅভিযান, অভিসার
সম্মুখ বা দিক অভিমুখ, অভিবাদন

১৯ . উপ

যে অর্থের দ্যোতনা করেশব্দ গঠন
সামীপ্য(নিকট)উপকূল, উপকণ্ঠ
সদৃশউপদ্বীপ, উপবন
ক্ষুদ্রউপগ্রহ, উপসাগর, উপনেতা
বিশেষ উপনয়ন (পৈতা), উপভোগ (৩৯তম বিসিএস প্রিলিমিনারি)

২০ আ

যে অর্থের দ্যোতনা করেশব্দ গঠন
পর্যন্তআকণ্ঠ, আমরণ, আসমুদ্র
ঈষৎ আরক্ত, আভাস
বিপরীত আদান, আগমন

Add a Comment