ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় উপমহাদেশে বাণিজ্য করার জন্য ষোড়শ শতাব্দীতে প্রতিষ্ঠিত একটি জয়েন্ট‌-স্টক কোম্পানি। এর সরকারি নাম “ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি”। ১৬০০ সালের ৩১ ডিসেম্বর রাণী প্রথম এলিজাবেথ এই কোম্পানিকে তখনকার ব্রিটিশ উপনিবেশ ভারতে বাণিজ্য করার রাজকীয় সনদ প্রদান করেন। এ সনদ কোম্পানিটিকে ২১ বছর পর্যন্ত পূর্ব ভারতে একচেটিয়া বাণিজ্য করার প্রাধিকার অর্পণ করেছিল। তবে পরবর্তীকালে এ কোম্পানি ভারতের রাষ্ট্রক্ষমতা দখল করে এবং ১৮৫৮ সালে বিলুপ্ত হওয়ার পূর্ব পর্যন্ত ভারতীয় উপমহাদেশ শাসন করে। অত:পর ব্রিটিশ সরকার সরাসরি ভারত শাসন শুরু করে।

  • ১৬০০ সালে ভারত ও পূর্ব এশিয়ায় বাণিজ্যের উদ্দেশ্যে ইংল্যান্ডের একদল বণিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে উত্তমাশা অন্তরীপ থেকে সমগ্র পূর্বাঞ্চলে বাণিজ্যের একচেটিয়া অধিকার লাভ করে।
  • ১৬০৮-এ মোগল সম্রাট জাহাঙ্গিরের শাসনকালে অনুমতি নিয়ে ১৬১২ সালে সুরাটে প্রথম বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি পায়।
  • ১৬৫৮ খ্রিস্টাব্দে বাংলার সুবেদার শাহ সুজার অনুমোদন লাভ করে হুগলিতে বাণিজ্য কুঠি স্থাপন করে।
  • ১৬৬৮ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস পর্তুগীজ রাজকন্যা ক্যাথরিনের সঙ্গে বিয়ের যৌতুক হিসেবে লাভ করেন বোম্বাই শহর।
  • ১৬৯০ খ্রিস্টাব্দে সম্রাট আওরঙ্গজেবের পৌত্র আজিম-উশ-শান ১৬০০০ টাকার বিনিময়ে কোলকাতা, সুতানটি ও গোবিন্দপুর নামে তিনটি গ্রামের জমিদারী স্বত্ত্ব ইংরেজদের হাতে তুলে দেন।
  • ১৭০০ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের নাম অনুসারে কোলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করে।
  • ১৭১৫ সালে মোগল দরবার থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নিজস্ব মুদ্রা ব্যবহারের অনুমতি দেওয়া হয়।
  • ১৭১৭ সালে ইংরেজদের অবাধে ব্যবসা বাণিজ্য করার জন্য ‘দস্তক’ নামক ফরমান জারি করে মুঘল সম্রাট।
  • ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে জয়লাভ করে।
  • ১৭৬০ সালে চট্টগ্রাম, মেদিনীপুর ও বর্ধমান জেলা কোম্পানিকে হস্তান্তরের শর্তে মীর কাসিম নবাব হন।
  • ১৭৬৪ সালে ইংরেজদের উৎখাত করার জন্য মীর কাসিম বক্সারের যুদ্ধে অবতীর্ণ হন ও যুদ্ধে ইংরেজদের নিকট পরাজয় বরণ করেন।
  • ১৭৬৫ খ্রিঃ এলাহবাদ চুক্তির মাধ্যমে রবার্ট ক্লাভের দেওয়ানি(রাজস্ব আদায়ের দায়িত্ব) লাভের পর প্রকৃতপক্ষে ইংরেজরাই বাংলার সত্যিকার শাসকরূপে আত্মপ্রকাশ করে।
  • ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ দমনের পর ব্রিটিশ সরকার ভারতের শাসনভার মহারানী ভিক্টোরিয়ার হাতে অর্পণ করেন। এর মাধ্যমে ১৮৫৮ খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে।

এলাহাবাদ চুক্তি এবং বাংলার ক্ষমতা দখল
লর্ড ক্লাইভদ্বৈত শাসন
লর্ড হ্যারি ভেরেলস্ট
লর্ড কার্টিয়ার
ছিয়াত্তরের মন্বন্তর
ওয়ারেন হেস্টিংস
লর্ড কর্নওয়ালিসচিরস্থায়ী বন্দোবস্ত
লর্ড ওয়েলেসলি
লর্ড হেস্টিংস
লর্ড উইলিয়াম বেন্টিং
লর্ড হেনরি হার্ডিঞ্জ
লর্ড ডালহৌসি
লর্ড ক্যানিং
লর্ড মেয়ো
লর্ড রিপন
লর্ড কার্জন
লর্ড হার্ডিঞ্জ
লর্ড মাউন্টব্যাটেন