লর্ড কর্নওয়ালিস

ওয়ারেন হেস্টিংস দায়িত্ব পালন করেন ১৭৭২ থেকে ১৭৮৫ সাল পর্যন্ত। এর পর এক বছরের জন্য গভর্নর জেনারেলের দায়িত্ব পালন করেন। জন ম্যাক ফেরসন, ১ম ব্যরনেট । ১৭৮৬ সালে গভর্নর জেনারেল নিযুক্ত হন চার্লস কর্নওয়ালিস। ১৭৮৬ খ্রি. লর্ড কর্নওয়ালিস ভারতে গভর্নর জেনারেল নিযুক্ত হয়ে আসেন। তিনি ১৭৯৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। কর্নওয়ালিস ছিলেন একজন সৎ, কর্তব্যনিষ্ঠ এবং অত্যন্ত ক্ষমতাশালী গভর্নর জেনারেল। বাংলা তথা ভারতের ইতিহাসে বিভিন্ন রকম সংস্কার কাজের জন্যে তিনি একজন আলোচিত ব্যক্তিত্ব। ভূমি ব্যবস্থায় তিনি যে যুগান্তকারী পরিবর্তন করেন তা চিরস্থায়ী বন্দোবস্ত হিসেবে বিখ্যাত হয়ে আছে।

তিনি আমেরিকার স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকার প্রসিদ্ধ ব্রিটিশ সামরিক অধিনায়ক। তবে ১৭৮১ খ্রিষ্টাব্দে সাউথ ক্যারোলাইনাতে ব্যাটল অব ইয়র্কটাউনে মার্কিন ও ফরাসী বাহিনীর হাতে তিনি পর্যুদস্ত হন। ১৭৮৬ খ্রিষ্টাব্দে তাকে নাইট খেতাবে ভূষিত করা হয়। অত:পর তাকেঁ গভর্নর জেনারেল এবং কমান্ডার ইন চিফ নিযুক্ত করে ভারতে প্রেরণ করা হয়। তৃতীয় মহীশূর যুদ্ধে (শ্রীরঙ্গপত্তমের যুদ্ধ) বিশ্বাসঘাতকতার সুযোগে তিনি টিপু সুলতানকে পরাজিত করতে সক্ষম হন। ১৭৯৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত তিনি গভর্নর জেনারেল হিসাবে ব্রিটিশ ভারত শাসন করেন।

চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা
ভারতের ভূ-মালিকানা ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনেন লর্ড কর্নওয়ালিস। তিনি ১৭৯৩ খ্রিষ্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করেন। এই প্রথা কার্যত ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকার ও বাংলার জমি মালিকদের (সকল শ্রেণীর জমিদার ও স্বতন্ত্র তালুকদারদের) মধ্যে সম্পাদিত একটি যুগান্তকারী চুক্তি। এই চুক্তির আওতায় জমিদার ঔপনিবেশিক রাষ্ট্রব্যবস্থায় ভূ-সম্পত্তির নিরঙ্কুশ স্বত্বাধিকারী হন। জমির স্বত্বাধিকারী হওয়া ছাড়াও জমিদারগণ স্বত্বাধিকারের সুবিধার সাথে চিরস্থায়ীভাবে অপরিবর্তনীয় এক নির্ধারিত হারের রাজস্বে জমিদারিস্বত্ব লাভ করেন। বিস্তারিত দেখুন

সূর্যাস্ত আইন
নিয়মিত খাজনা আদায়ের জন্য লর্ড কর্নওয়ালিস সূর্যাস্ত আইন প্রণয়ন করেন। চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থায় কোম্পানির রাজস্ব একটি নির্দিষ দিনে সূর্যাস্তের পূর্বে দিতে অসমর্থ হলে কোম্পানি জমিদারি নিলামে বিক্রি করতো। এটাই সূর্যাস্ত আইন নামে পরিচিত ছিল।

ইন্ডিয়ান সিভিল সার্ভিস
তিনি সরকারি কর্মচারীদের জন্য যে বিধিবিধান চালু করেছিলেন পরবর্তীতে তা ইন্ডিয়ান সিভিল সার্ভিস নামে পরিচিত পায়।

মৃত্যু
লর্ড কর্নওয়ালিস ১৮০৫ খ্রিষ্টাব্দের ৫ অক্টোবর ভারতের গাজীপুরের গাউসপুরে মারা যান। লর্ড কর্ণওয়ালিস ১৭৮৬ থেকে ১৭৯৩ পর্যন্ত গভর্নর জেনারেলের দায়িত্ব পালন করেন। এরপর গভর্নর জেনারেল হন জন সওর। জন সওর দায়িত্বে ছিলে ১৭৯৩ থেকে ১৭৯৮। ১৭৯৮ সালে গভর্নর জেনারেল হয়ে আসেন লর্ড ওয়েলেসলি।

Add a Comment