মুঘল শাসনাধীন বাংলায় নবাবী শাসনের সূচনা করেন নবাব মুর্শিদকুলি খান। তার মৃত্যুর পর কিছু দিন ক্ষমতায় থাকে তার নাতি সরফরাজ খান। এর পর মুঘল সম্রাট ফরমান জারি করে সে ক্ষমতা মুর্শিদকুলি খানের জামাতা সুজাউদ্দীন মুহম্মদ খান কে অর্পণ করে। সুজাউদ্দিনের মৃত্যুর পর আবার তার পুত্র সরফরাজ খান ক্ষমতা ফিরে পায়। সরফরাজ খানের দুর্বলতার সুযোগে আলীবর্দী খান সে ক্ষমতা দখল করে নেন। নবাব আলীবর্দী খানের মৃত্যুর পর তার দৌহিত্র সিরাজউদ্দৌলা মসনদে বসেন। মিরজাফর প্রমুখের বিশ্বাসঘাতকতায় পলাশীর প্রান্তরে নবাবের পরাজয় ঘটে। সাথে সাথে বিলুপ্ত হয় নবাবী শাসনামল। ২০০ বছরের জন্য শুরু হয় ইংরেজি শাসনামল।
নবাব মুর্শিদকুলি খান (১৭১৭–১৭২৭)
সুজাউদ্দীন মুহম্মদ খান (১৭২৭-১৭৩৯)
সরফরাজ খান (১৭২৭ ও ১৭৩৯-১৭৪০)
নবাব আলীবর্দী খান (১৭৪০ – ১৭৫৬)
সিরাজউদ্দৌলা ( ১৭৫৬ – ১৭৫৭)