কর্পোরেশন কী?

What is corporation?
কর্পোরেশন একটি সংস্থা, সাধারণত কোন বড় ব্যবসা প্রতিষ্ঠানকে বুঝায়, যার কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে। আইন অনুযায়ী কর্পোরেশন একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান, যার সাথে এর মালিকেরা সরাসরি যুক্ত থাকে না। ফলে কর্পোরেশনের যে কোন কাজ বা দায়-দেনার জন্য কর্পোরেশন নিজেই দায়ী, মালিকেরা দায়ী নয়।

কোন কর্পোরেশন ব্যবসায় ক্ষতির সম্মুখীন হল। পাওনাদারেরা কর্পোরেশনের সম্পদের উপর কেস করতে পারবে, মালিকদের ব্যক্তিগত সম্পদের উপর করতে পারবে না। একে বলা হয় লিমিটেড লায়াবিলিটি(Limited Liability). যা কর্পোরেশনের একটি প্রধান সুবিধা।

তৌহিদ হোটেল এন্ড রেস্টুরেন্ট কর্পোরেশন নয়। এটি তৌহিদের একটি ব্যক্তিগত ব্যবসা। অপরদিকে তৌহিদ ও অপর দশজন মিলে একটি কর্পোরেশন শুরু করে। দুর্ঘটনার কারনে তাদের কর্পোরেশন ক্ষতির সম্মুখীন হয়। ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ কোটি টাকা। কর্পোরেশনের পাওনাদারেরা কর্পোরেশনের সম্পদের উপর পাঁচ কোটি টাকার কেস করে। কিন্তু দেখা গেল সম্পদ আছে তিন কোটি টাকার। পাওনাদাররা এই তিন কোটি টাকার দাবি করতে পারে কিন্তু তৌহিদের হোটেল বা অপরদের ব্যক্তিগত সম্পদ দাবি করতে পারবে না।

কর্পোরেশনের সুবিধা

  • লিমিটেড লায়াবিলিটি
  • শেয়ার বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহ করা
  • আলাদা কর ব্যবস্থা
  • কর্মকর্তা কর্মচারী নিয়োগে বাড়তি সুবিধা।

কর্পোরেশনের অসুবিধা

  • শুরু করতে অনেক ঝাক্কিঝামেলা পোহাতে হয় ও সময় লাগে।
  • অনুমোদন নিতে নানা প্রতিষ্ঠান থেকে ছাড়পত্র বা অনুমতি পত্র লাগে।
  • অনেক ক্ষেত্রে একই টাকার উপর দুইবার কর দিতে হয়। প্রথমত কর্পোরেট ব্যবসা প্রতিষ্ঠানের লভ্যাংশের উপ কর, দ্বিতীয়ত মালিকেরা যখন লভ্যাংশ পায়, আবারও তাদেরকে কর দিতে হয়।

Add a Comment