ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল?

  • দক্ষিণ আমেরিকা
  • আফ্রিকা
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ

দক্ষিণ আমেরিকার পেরুর আন্দিজ পর্বতমালায় ১৫ শতকে যে সভ্যতা গড়ে উঠেছিলো তা ইনকা সভ্যতা নামে পরিচিত। ইনকা শব্দের অর্থ ‘সূর্যের সন্তান’। এখানকার সম্রাটগণ তাদের বসবাসের জন্য মাচুপিচু তৈরি করেন। এটিকে সবচেয়ে আধুনিক সভ্যতা হিসেবে বিবেচনা করা হয়। এ সভ্যতার ব্যাপ্তিকাল ছিল প্রায় ১৪৩৮ থেকে ১৫৩৩ খ্রিস্টাব্দ পর্যন্ত।