মায়া সভ্যতা

বিগত সালের BCS Preliminary- তে এখান থেকে প্রশ্ন এসেছে টি।

মায়া সভ্যতা হল মেক্সিকো এবং মধ্য আমেরিকার (৩৯তম বিসিএস প্রিলিমিনারি) আদিবাসী মায়া গোষ্ঠীর স্থাপিত সভ্যতা। এ সভ্যতার ব্যাপ্তিকাল ছিল খ্রিস্টপূর্ব ২০০০ থেকে ১৫২৪ খ্রিস্টাব্দ। মায়া সভ্যতার ইতিহাস মূলত তিনটি প্রধান যুগে বিভক্ত- প্রি- ক্লাসিক(খ্রিস্টপূর্ব ২০০০ থেকে ২৫০ খ্রিস্টাব্দ ), ক্লাসিক(২৫০-৯৫০) এবং পোস্ট-ক্লাসিক (৯৫১-১৫২৪) যুগ। ১৮৪০ সালে জন লয়েড স্টিফেনস এবং ফ্রেডরিক ক্যাথারউড মায়া সভ্যতা আবিষ্কার করেন। অন্যান্যদের মত মায়া জনবসতি খণ্ড-বিখণ্ড হয়ে ছড়িয়ে ছিল না, তাদের লোকালয় মোটামুটি ভৌগলিক একটি নির্দিষ্ট সীমারেখার মাঝেই ছিল বলা যায়। তারা প্রধানত হন্ডুরাস, গুয়াতেমালা, এল সালভেদরের উত্তরাংশ, কেন্দ্রীয় মেক্সিকোর তাবাস্কো আর চিয়াপাস সহ আরো প্রায় ১ হাজার কিলোমিটার এলাকা জুড়ে বসতি স্থাপন করেছিল। এই সভ্যতা শিল্প, স্থাপত্যশৈলী, গাণিতিকশাস্ত্র, ক্যালেন্ডার এবং জ্যোতির্বিদ্যাতে অন্য সব সভ্যতা থেকে এগিয়েছিল। মায়ার চিচেন, ইতজা এবং উক্সমাল শহরগুলো পৃথিবীর সপ্তম আশ্চার্যের অন্তর্ভূক্ত।

Add a Comment