রোমান সংখ্যা
|রোমান সংখ্যার (Roman Number) প্রতিরূপ সংখ্যাগুলো নিম্নরূপ।
১ =I
৫ = V
১০ = X
৫০ = L
১০০ = C
৫০০ = D
১০০০ = M
রোমান সংখ্যা লেখার নিয়ম
- একই সংখ্যা পাশাপাশি সর্বোচ্চ তিনবার বসে, যেমন XXX=৩০
- বামপাশে কম মানের সংখ্যা এক বার ব্যবহার করা যায় এবং তা বিয়োগ হয়।
যেমন-
৪ = IV=(৫-১)
৩ =III(সর্বোচ্চ তিনবার I), কিন্তু তা কখনই IIV হবে না। V এর বাম পাশে I একবারই ব্যবহার করতে হবে।