বিভাজ্যতা

যেকোন বিজোড় সংখ্যা দুই দ্বারা বিভাজ্য ।
অংকগুলোর সমষ্টি তিন দ্বারা বিভাজ্য হলে তা ৩/৯ দ্বারা বিভাজ্য হবে। যেমন- ৪৫৮২১৭, এখানে ৪+৫+৮+২+১+৭=২৭ যা তিন দ্বারা বিভাজ্য।

৪ দ্বারা কোন সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যাবে যদি একক ও দশক স্থানীয় সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য হয়।

কোন সংখ্যার শেষ তিনটি অংক দ্বারা গঠিত সংখ্যা যদি ৮ দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি ৮ দ্বারা বিভাজ্য হবে।

পূর্ণ বর্গ সংখ্যার ডানে ২,৩,৭, ও ৮ থাকে না, যেমন ১৬, ২৫, ৩৬, ৪৯, ৬৪, ৮১ ইত্যাদি।

Add a Comment