ইউনেস্ক (UNESCO )

UNESCO: United Nations Educational, Scientific and Cultural Organization. এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা। ১৯৪৫ সালের ১৬ নভেম্বর প্রতিষ্ঠিত হয়।

এর প্রধান কার্যালয় ফ্রান্সের প্যারিসে।

ইউনেস্ক পাঁচটি মূল উদ্দেশ্য নিয়ে কাজ করে। শিক্ষা, সংস্কৃতি, তথ্য/যোগাযোগ, বিজ্ঞান, মানুষ/সমাজ- এগুলোর উন্নতির মাধ্যমে বিশ্বে শান্তি ও নিরাপত্তা বিধান করা, ও নিরক্ষরতা দূরীকরণে যথযথ পদক্ষেপ গ্রহণ করা।

UNESCO ১৯৭২ সালে International world heritage গঠন করে। এবং একই সালের ১৯ অক্টবর বাংলাদেশ এর সদস্যপদ লাভ করে।

যুক্তরাষ্ট্র ১৯৮৪ সালে নিজেকে UNESCO থেকে প্রত্যাহার করে নিয়েছিল।

ইউনেস্কো জাতিসংঘের একটি সামাজিক সংস্থা। পুরা নাম ‘দি ইউনাইটেড নেশন্‌স এডুকেশনাল সায়েন্টিফিক এ্যান্ড কালচারাল অরগানাইজেশন’ অর্থাৎ জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা। ১৯৪৬ সালে এটি প্রতিষ্ঠিত হয়। ফ্রান্সের রাজধানী প্যারিসে এর সদর দপ্তর অবস্থিত। বর্তমানে ১৮৯টি রাষ্ট্র ইউনেস্কোর সদস্য। ইউনেস্কোর প্রধান লক্ষ্য হলো শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি ও যোগাযোগের ক্ষেত্রে বিভিন্ন জাতির মধ্যে সহযোগিতা সৃষ্টির মাধ্যমে বিশ্বে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। পৃথিবীর সব মানুষের মধ্যে ন্যায়বিচার, আইনের শাসন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করার লক্ষ্যে ইউনেস্কো কাজ করে যাচ্ছে। ইউনেস্কোর মূল কাজের ক্ষেত্র চারটি-শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি ও যোগাযোগ।
বাংলাদেশ ১৯৭২ সালের ২৭শে অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়। ১৯৭৩ সালে সরকার বাংলাদেশ ইউনেস্কো কমিশন গঠন করে। এ কমিশন বাংলাদেশে ইউনেস্কোর কর্মসূচি বাস্তবায়নে সংস্থাটিকে সহায়তা করে। ইউনেস্কো বাংলাদেশ থেকে নিরক্ষরতা দূরীকরণ, বিশেষ করে বয়স্কদের শিক্ষা, বিজ্ঞান শিক্ষার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইউনেস্কোর উদ্যোগেই আমাদের ভাষা শহিদ দিবস ২১শে ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসাবে সারা বিশ্বে স্বীকৃতি লাভ করেছে। এছাড়া বাংলাদেশের প্রাকৃতিক ঐতিহ্য সুন্দরবন ও বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য (যেমন বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ ও পাহাড়পুরের বৌদ্ধবিহার) সংরক্ষণেও ইউনেস্কো সহায়তা করছে।

Add a Comment