ইরান কেন আরবীয় দেশ নয়?

আরব উপদ্বীপের প্রাচীন ও বর্তমান অধিবাসীরা প্রায় সবাই তাদের ভাষা, ধর্ম ও সংস্কৃতির মাধ্যমে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। যেমন – আরব লীগের সদস্য দেশগুলো হল আলজেরিয়া, বাহরাইন, কমোরোস, জিবুতি, মিশর, ইরাক, জর্ডান, কুয়েত, লেবানন, লিবিয়া, মৌরিতানিয়া, মরক্কো, ওমান, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন(ফিলিস্তিন), কাতার, সৌদি আরব, সোমালিয়া, সুদান, সিরিয়া, তিউনিশিয়া, সংযুক্ত আরব আমিরাত, এবং ইয়েমেন। দেশগুলোর প্রায় সকলেরই ভাষা আরবি ও ইসলামী সুন্নি মতাদর্শের অনুসারী।

দেখা যাচ্ছে যে আরবলীগে ইরান নেই। কেননা ইরানিরা আরব নয়, তারা ফার্সি বংশধর। তাদের ভাষাও ফার্সি। তারা তাদের ভাষা ও সাংস্কৃতিক স্বতন্ত্রতা হারিয়ে ফেলেনি। ইরানিরা শিয়া সম্প্রদায় ভূক্ত মুসলমান। কিন্তু আরবীয়রা সুন্নি সম্প্রদায় ভুক্ত।

ওপেক এর বর্তমানে এর সদস্য.১৪ টি [২১তম বিসিএস প্রিলিমিনারি]। এদের মধ্যে ইরান ওপেকভূক্ত অ-আরব এশীয় দেশ। [২৪, ১৭তম বিসিএস প্রিলিমিনারি]

Add a Comment