মন্ট্রিল প্রটোকল
|যে সকল পদার্থ ওজোন স্তরের ক্ষয় সাধন করে, সেসবের উৎপাদন ধীরে ধীরে কমিয়ে একেবারে শূন্যে নিয়ে আসার জন্য ১৯৮৭ সালে মন্ট্রিল প্রটোকল( Montreal Protocol) স্বাক্ষরিত হয়। (38তম বিসিএস প্রিলিমিনারি) কানাডার মন্ট্রিল শহরে এ যুক্তি স্বাক্ষরিত হয় বলে, একে মন্ট্রিল প্রটোকল বলে। দুই বছর পর (১৯৮৯) থেকে এ চুক্তি কার্যকর হয়। ধারণা করা হয় যে এ চুক্তি যথাযথ বাস্তবায়ন হলে ২০৫০-২০৭০ সালের মধ্যে ওজোন স্তর ১৯৮০ সালের অবস্থায় ফিরে যাবে।
এচুক্তির গুরুত্বপূর্ণ দিক হল এতে সকল রাষ্ট্র ওজোন স্তরের গুরুত্ব অনুধাবন পূর্বক নিজেদের স্বার্থ সংশ্লিষ্টতা ভুলে গিয়ে একমত হতে পেরেছেন। যা পূর্বের কিয়োটো প্রটোকলে সম্ভব হয়নি। জাতিসংঘের তত্ত্বাবধানে এটি বৃহৎ চুক্তি যাতে ১৯৭ পক্ষ(রাষ্ট্র ও সংস্থা) অনুস্বাক্ষর করেছে।