‘ক্যাম্প ডেভিড’ চুক্তি
|১৭ সেপ্টেম্বর, ১৯৭৮ সালে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষর করেন মিশরীয় প্রেসিডেন্ট আনোয়ার সাদাত ও ইসরাইলের প্রধান মন্ত্রী মেনাখেম বেগিন। চুক্তিটি স্বাক্ষরিত হয় ইউএস প্রেসিডেন্টের অবকাশ যাপন কেন্দ্র ক্যাম্প ডেভিডে। ইউ এস প্রেসিডেন্ট জিমি কার্টারের উপস্থিতে ১২ দিনের গোপন বৈঠকের পর তাঁরা দুটি চুক্তি সম্পাদন করার মতৈক্যে পৌছেন। প্রথম চুক্তিটির নাম A Framework for Peace in the Middle East এবং দ্বিতীয়টি A Framework for the Conclusion of a Peace Treaty between Egypt and Israel যা ১৯৭৯ সালে ‘মিশর-ইসরাইল শান্তি চুক্তি’তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শান্তি বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর কারনে ১৯৭৮ সালে সাদাত ও বেগিন শান্তিতে যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করেন।
কিন্তু এ শান্তি চুক্তির কারনে ১৯৭৯ সালে মিশর কে আরবলীগ থেকে বহিষ্কার করা হয়। আবার ১৯৮৯ সালে মিশরকে এর সদস্য পদ দেওয়া হয়।