San Marinoসান মারিনো ইউরোপ মহাদেশে অবস্থিত একটি রাষ্ট্র। এটি পৃথিবীর ক্ষুদ্র রাষ্ট্রগুলোর একটি। যা ইতালি দ্বারা সম্পূর্ণ ভাবে পরিবেষ্টিত। সারা বিশ্বে মাত্র তিনটি দেশ আছে, যারা অপর একটি মাত্র দেশ দ্বারা সম্পূর্ণভাবে পরিবেষ্টিত; এগুলি হল লেসোথো, সান মারিনো এবং ভ্যাটিকান সিটি।
রাজধানীঃ সান মেরিনো সিটি। দেশটির আয়তন ৬১ বর্গ কিলো মিটার। জনসংখ্যা মাত্র ৩৩২৮৫(২০১৬ সাল) ।