আজারবাইজান
|
আজারবাইজান ইউরেশিয়ার(ইউরোপ ও এশিয়া) ককেশাস অঞ্চলে অবস্থিত। এর রাজধানী বাকু।
উল্লেখ যে ককেশাস অঞ্চলটি ইউরোপ ও এশিয়ার সীমান্তবর্তী স্থানে ও কৃষ্ণ সাগর ও কাস্পিয়ান সাগরের মাঝামাঝি অবস্থিত। ইউরোপের ও রাশিয়ার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এল ব্রুস, ককেশাস পর্বত শ্রেণীর অন্তর্ভুক্ত।
নাগার্নো-কারাবাখঃ আর্মেনিয়া ও আজারবাইজান এর মধ্যবর্তী এলাকা, এটি নিয়ে দু দেশের মধ্যে ১৯৮৮-১৯৯৪ সাল পর্যন্ত ৬ বছর যুদ্ধ হয়।