আর্মেনিয়া
|আর্মেনিয়া জর্জিয়া ও আজারবাইজানের সাথে এটি দক্ষিণ ককেশাস অঞ্চলে কৃষ্ণ সাগর ও কাস্পিয়ান সাগরের স্থলযোজকের উপর অবস্থিত। ইয়েরেভান দেশটির রাজধানী ও বৃহত্তম শহর। জাতিগত আর্মেনীয়রা নিজেদের “হায়” বলে ডাকে এবং আর্মেনিয়ার ৯০% লোক হায় জাতির লোক। ১৯২২ সালে এটি সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়। ১৯৯১ সালে এটি স্বাধীনতা লাভ করে। ১৯৯৫ সালে দেশটির প্রথম সোভিয়েত-পরবর্তী সংবিধান পাশ হয়।
নাগার্নো-কারাবাখঃ আর্মেনিয়া ও আজারবাইজান এর মধ্যবর্তী এলাকা, এটি নিয়ে দু দেশের মধ্যে ১৯৮৮-১৯৯৪ সাল পর্যন্ত ৬ বছর যুদ্ধ হয়।