Washington DC ও Washington কি একই জায়গার নাম?

না, ওয়াশিংটন ডিসি ও ওয়াশিংটন দুটি ভিন্ন ভিন্ন জায়গার নামে। ওয়াশিংটন ডিসি মার্কিন যুক্তরাষ্টের রাজধানী। আর ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্টের একটি স্টেট বা রাজ্যের নাম(এই ওয়াশিংটন রাজ্যের রাজধানী-অলিম্পিয়া)। শহর দুটির মধ্যবর্তী দূরত্বের পরিমাণ প্রায় ২৭০০ মাইলস।

washington dc and washington
washington dc and washington

ওয়াশিংটন ডিসি
ওয়াশিংটন ডিসির পূর্বের নাম ‘ডিসট্রিক্ট অব কলোম্বিয়া'(DC)। সংক্ষেপে ‘ওয়াশিংটন’, ডিসট্রিক্ট(District), ডিসি(DC) নামেও ডাকা হয়। এটি পোটোম্যাক নদীর তীরে অবস্থিত, এবং মেরিল্যান্ড ও ভার্জিনিয়ার সীমান্তবর্তী। আমেরিকার স্বাধীনতা যুদ্ধের মহানায়ক ও স্বাধীন আমেরিকার প্রথম প্রেসিডেন্ট ‘ জর্জ ওয়াশিংটনের নামানুসারে ১৭৯১ সালে শহরটি প্রতিষ্ঠা করা হয়। ওয়াশিংটন ডিসিতে আমেরিকার Supreme Court ও প্রেসিডন্টের বাসভবন White House অবস্থিত।

ওয়াশিংটন
ওয়াশিংটন প্রশান্ত মহাসাগরের তীরবর্তী এবং আমেরিকার উত্তর-পশ্চিম সীমান্তের একটি রাজ্য। যার রাজধানী অলিম্পিয়া। এটির নামকরণ ও করা হয় জর্জ ওয়াশিংটনের নামে। রাজধানী ওয়াশিংটন ডিসির সাথে গুলিয়ে না ফেলার জন্য রাজ্য টি কে ‘ ওয়াশংটন স্টেট’ বলা হয়।

Add a Comment