কোস্টা রিকা
|কোস্টা রিকা দক্ষিণ আমেরিকা মহাদেশের একটি রাষ্ট্র। এর উত্তরে নিকারাগুয়া, দক্ষিণ-দক্ষিণপূর্বে পানামা, পশ্চিমে ও দক্ষিণে প্রশান্ত মহাসাগর, এবং পূর্ব দিকে ক্যারিবিয়ান সাগর। কোস্টারিকা পৃথিবীর প্রথম দেশ যেটি তার সেনাবাহিনীর অবসান ঘটিয়েছে। দেশটির রাজধানী ও বৃহত্তম নগরী স্যান হোসে (San José).