জাতীয়তাবাদ
|জাতীয়তাবাদের সজ্ঞা
জাতীয়তাবাদ একটি আর্থ-সামজিক ও রাজনৈতিক ধারণা যেখানে একটি নির্দিষ্ট শ্রেণির লোকের স্বার্থ সংরক্ষণ করা হয়। যা তাদেরকে বাইরের অযাচিত হস্তক্ষেপ থেকে মুক্ত করে সার্বভৌমত্ব অর্জনে, আত্ম নিয়ন্ত্রণে ও আত্ম পরিচালনায় উদ্বুদ্ধ করে। জাতীয়তাবাদ হল কতকগুলো বিষয় সম্পর্কে জন সমষ্টির একাত্মবোধের প্রকাশ। জাতীয়তাবাদ ইতিহাসের এক বিশেষ পর্যায়ের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও আধ্যাত্মিক চেতনার ফলশ্রুতি। একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী জনসমষ্টির মানসিক, অনুভূতি ও চিন্তা চেতনার ফল।
বৈশিষ্ট
পৃথিবীর সকল জাতীয়তাবাদে দুটি বৈশিষ্ট থাকে- নিজেদের মধ্যে গভীর ঐক্যবোধ ও অন্যদের থেকে নিজেদের স্বাতন্ত্র্যবোধ।
উপাদান
একটি জাতির মধ্যে জাতীয়তাবাদী চেতনা কয়েকটি বিষয়ের উপর ভিত্তি করে জাগ্রত হয়। এগুলো হল-
সংস্কৃতি ও ঐতিহ্যগত, ভাষা, বর্ণ-গোত্র, ধর্ম, রাজনৈতিক উদ্দেশ্য, একই পূর্বপুরুষ হতে আগমন, একই অর্থনৈতিক স্বার্থ, রাজনৈতিক সংগঠন ও রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা, বীরত্বগাঁথা সম্বলিত ইতিহাস ও ঐতিহ্য, ইত্যাদি।
উৎপত্তি
জাতীয়তাবাদ একটি আধুনিক ধারণা। ১৮ শতকে এর উদ্ভব ঘটে। ম্যাকিয়াভেলিকে আধুনিক জাতীয়তাবাদের জনক বলা হয়। একটি অবিভক্ত ইতালি রাষ্ট্রের ধারণা তিনিই প্রথাম দেন। তবে ইংরেজরা জাতীয়তাবাদ বা জাতি সত্তার পতিকৃৎ। নেপোলিয়ানের বীরত্ব ও রাজ্য বিস্তার তাদের জাতি সত্তা জাগরণে বিশেষ ভূমিকা রেখেছে।
বিকাশ
১৮ শতকে জাতীয়তাবাদের উত্থান ঘটে। নেপোলিয়ানের রাজ্য বিস্তার এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। ১৯ শতকে রাজনৈতিক ও সামজিক অঙ্গণে এটি বিশেষ ভূমিকা রাখে। প্রথম বিশ্ব যুদ্ধের অন্যতম কারণগুলোর মধ্যে জাতীয়তাবাদের উত্থান একটি। ১৯ শতকে ফ্রান্স, জার্মানি, ইতালি, সার্বিয়া, পোল্যান্ডে জাতীয়তাবাদের বিকাশ ঘটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি অন্যতম কারণ হল জার্মানির উগ্র জাতীয়তাবাদ ও ইহুদী জাতীবাদের দ্বন্দ্ব।
জাতীয়তাবাদের ধরন
নাগরিক জাতীয়তাবাদ(Civic Nationalism): নাগরিক জাতীয়তাবাদে সকল নাগরিক একই গোষ্ঠীভূক্ত না হয়েও রাজনৈতিক ভাবে একাত্মতা প্রকাশ করে। যেমন ভারতের জাতীয়তাবাদ।
নৃতাত্ত্বিক জাতিয়তাবাদ(Ethnic Nationalism): একই গোত্র বা বর্ণের মানুষের জাতীয়তাবাদ। যেমন কুর্দি জাতীয়তাবাদ।
ধর্মীয় জাতীয়তাবাদ(Religious nationalism): ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান নামক দুই রাষ্ট্রের সৃষ্টিই হয় ধর্মীয় জাতীয়তাবাদ থেকে। ইসরাইলের ইহুদী জাতীয়তাবাদ ও এর একটি উদাহরণ।
ভৌগোলিক জাতীয়তাবাদ(Territorial nationalism): একটি নির্দিষ্ট ভূখণ্ডের মানুষ যারা কোন এক সুত্রে(ধর্মীয়, সাংস্কৃতিক, ভাষা, ইত্যাদি) একাতাবদ্ধ হয়।
উপনিবেশ বিরোধী জাতীয়তাবাদ(Anti-colonial nationalism): দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এশিয়া ও আফ্রিকায় এ ধরনের জাতীয়তাবাদের উত্থান ঘটে। ফলে ইউরোপের উপনিবেশ গুলো ভেঙ্গে যায়।
জাতিগত জাতীয়তাবাদ( Racial nationalism): শ্বেতাঙ্গ কৃষ্ণাজ্ঞ ইত্যাদি হল জাতিগত জাতীয়তাবাদের প্রকৃষ্ট উদাহরণ।
এছাড়াও খেলাধুলা(ফুটবল) ভিত্তিক জাতীয়তাবাদ ও দেখা যায়।
জাতীয়তাবাদের প্রকৃতরূপ/ সপক্ষে যুক্তি
- জাতীয়তাবাদ জাতীকে ঐক্যবদ্ধ করে। তাদের আত্ম নিয়ন্ত্রণ ও আত্ম পরিচালনায় উদ্বুদ্ধ করে। ফলে গণতন্ত্রের উন্নয়ন ঘটে।
- জাতী ঐক্যবদ্ধ হয়ে সে অঞ্চলের প্রাকৃতিক সম্পদকে সুষ্টুভাবে ব্যবহার করতে পারে। নিজেদের উন্নয়ন ঘটিয়ে বিশ্ব মানবের জন্য ও সমৃদ্ধি বয়ে আনে।
- জাতীয়তাবাদ নিজের ক্ষুদ্র সার্থকে বৃহত্তর স্বার্থে বলি দিতে শেখায়। ফলে তাদের মধ্যে দেশপ্রেম বৃদ্ধি পায়।
- এক জাতী একটি সাধারণ শাসকের দ্বারা শাসিত হয় বলে, নিজেদের মধ্যে বিভেদ হয় না। ফলে বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত হয়।
- একটি জাতীর সংস্কৃতি, ঐতিহ্য ও বীরত্বগাঁথা তাদেরকে মহান করে।
জাতীয়তাবাদ, সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতার বিরুদ্ধে এক কুঠারাঘাত।
জাতীয়তাবাদের বিকৃতরূপ/ বিপক্ষে যুক্তি/ সমালোচনা
- এক জাতীয়তাবাদের মানুষ অন্য জাতীয়তাবাদের মানুষকে ঘৃণা করে।
উগ্র জাতীয়তাবাদ বিশ্বে বার বার যুদ্ধ বাঁধায়েছে। - জাতীয়তাবাদ মানুষের মনে হিংসা, বিদ্বেষ ও ঘৃণার জন্ম দেয়। বিকৃত জাতীয়তাবাদ একটি ক্ষতিকারক বিষয়।
- জাতীয়তাবাদ ভৌগোলিক সীমারেখাকে সীমিত করে বিভিন্ন জাতি ও সংস্কৃতির মিশ্রণ রোধ করে দেয়। ও অন্যদের থেকে নিজেদের বিচ্ছিন্ন করে ফেলে। ফলে বিচ্ছিন্নতাবাদের সৃষ্টি হয়।
- জাতীয়বাদীরা নিজেদের সব কিছুকে বড় করে দেখে, অপরের সব কিছুকে ছোট করে দেখে। পাকিস্তান আমলে পাঞ্জাবীরা বাঙালিদের থেকে নিজেদের অধিক সভ্য ও উন্নত জাত মনে করত।
- জাতিভূক্ত নয় কিন্তু একই দেশে থাকতে হয়। সেক্ষেত্রে তাদেরকে সংখ্যালঘু বিবেচনা করে তাদেরকে হেয় করে দেখা হয়। যেমন- মিয়ানমারের রোহিঙ্গা, সিরিয়া ও তুরস্কের কুর্দি।
- ভিন্ন মতাদর্শের প্রতি দ্বন্দ্ব সৃষ্টি করে।
- বিকৃত জাতীয়তাবাদ থেকে সৃষ্টি হয় সাম্রাজ্যবাদের। যেমনটি দেখাগিয়েছিল হিটলারের মাঝে।
- জাতীয়তাবাদীদের কাছে থেকে লোকরঞ্জনবাদীরা সহজেই ফায়দা উঠে নেয়।
বর্তমান বিশ্ব ও জাতীয়তাবাদ
- বর্তমান বিশ্বে জাতীয়তাবাদের বড় ফসল আরব বসন্ত।
- সিরিয়ার গৃহ যুদ্ধ।
- ফিলিস্তিন ও ইসরাইল সংকট।
- ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্ত রাজ্যের বের হয়ে যাওয়া- ব্রেক্সিট।
👉 Read More...👇