Wi-Fi Direct
|প্রাথমিকভাবে Wi-Fi Direct কে বলা হয় Wi-Fi P2P। এ প্রযুক্তির মাধ্যমে দুটি ডিভাইসকে কোন ধরনের এক্সেস পয়েন্ট বা রাউটারের সাহায্য ছাড়াই যুক্ত করা যায়। বর্তমান সময়ের স্মার্টফোনগুলোতে এ প্রযুক্তি আছে। আর এভাবে দুটি মোবাইলের মধ্যে তথ্যের আদান প্রদান ব্লুটুথ, ওয়াই-ফাই বা শেয়ারইটের চাইতে ও দ্রুত করা যায়।