ওয়াই-ফাই
|ওয়াই-ফাই ও ব্লুটুথের মত এক ধরনের প্রযুক্তি যা ফাইল ট্রান্সফার, প্রিন্টিং ও নেটয়ার্ক সেটআপে ব্যবহার হয়। এর স্ট্যান্ডার্ড IEEE 802.11
ওয়াই-ফাই 2.4 গিগাহার্টজের UHF ও 5.8 গিগাহার্টজের SHF ISM বেতার তরঙ্গ ব্যবহার করে। ক্যাবল ভিত্তিক Local Area Network(LAN) এর পরিবর্তে ক্যাবল ছাড়া বা তারহীন নেটওয়ার্ক তৈরিই ওয়াই-ফাই এর উদ্দেশ্য। তাই এটি Wireless Personal Area Network(WPAN) ব্যবহার করে।