অবলাল

অবলাল (Infrared): আলো একটি তরঙ্গ। এই তরঙ্গদৈর্ঘ্য একটি নির্দিষ্ট মান থেকে কম হলে আমরা দেখতে পাই না। আবার তরঙ্গদৈর্ঘ্য যদি আরেকটি নির্দিষ্ট মান থেকে বড় হয় তবে সেটাও আমরা দেখতে পাই না। দৃশ্যমান আলোর তরঙ্গদৈঘ্য থেকে বড় হওয়ার কারণে যে আলোকে আমরা দেখতে পাই না সেটাকে অবলাল বলে। এটিকে অবলোহিত রশ্মিও বলে।

এই মহা বিশ্বের প্রায় প্রতিটি বস্তুই অবলোহিত রশ্মি নির্গত করে। তবে প্রকৃষ্ট দুটি উদাহরণ হল আগুন ও সূর্য। আলোক বর্ণালীতে অবলোহিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য হল ৭x১০-৭ থেকে ১০-৩ মিটার।

Add a Comment