অগমেন্টেড রিয়েলিটি
|অগমেন্টেড রিয়েলিটি (augmented reality ): প্রযুক্তি দুনিয়ায় ২০১৬ সালের সবচেয়ে আলোচিত বিষয় হলো ভার্চ্যুয়াল রিয়েলিটি। এরই ধারাবাহিকতায় অগমেন্টেড রিয়েলিটি বা এআর বর্তমান প্রযুক্তি দুনিয়ার অন্যতম আলোচিত বিষয়। বাস্তব বস্তুর তথ্য সংগ্রহ করে ভার্চ্যুয়াল অভিজ্ঞতা তৈরির প্রযুক্তিকেই অগমেন্টেড রিয়েলিটি বলা হয়। আর এই প্রযুক্তি নিয়েই বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান গবেষণা চালাচ্ছে। এআর গবেষণায় মূল দুই প্রতিদ্বন্দ্বী অ্যাপল ও গুগলও চলতি বছরে তাদের অগমেন্টেড রিয়েলিটি প্ল্যাটফর্ম, যা ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছে।