বুধ গ্রহ

বুধ (Mercury) : বুধ সৌরজগতের ক্ষুদ্রতম এবং সূর্যের নিকটতম গ্রহ। সূর্য থেকে এর গড় দূরত্ব ৫.৮ কোটি কিলােমিটার। এর ব্যাস ৪,৮৫০ কিলােমিটার। সূর্যের খুব কাছাকাছি থাকায় সূর্যের আলাের তীব্রতার কারণে সবসময় একে দেখা যায় না। সূর্যকে একবার প্রদক্ষিণ করে আসতে বুধের সময় লাগে ৮৮ দিন। সুতরাং বুধ গ্রহে ৮৮ দিনে এক বছর হয়। বুধের মাধ্যাকর্ষণ বল এত কম যে এটি কোনাে বায়ুমণ্ডল ধরে রাখতে পারে না। এখানে নেই মেঘ, বৃষ্টি, বাতাস ও পানি। সুতরাং প্রাণীর অস্তত্ব নেই। ১৯৭৪ সালে মার্কিন মহাশূন্যযান মেরিনার-১০ বুধের যে ছবি পাঠায় তা থেকে দেখা যায় যে, বুধের উপরিতল একদম চাদের মতাে। ভূত্বক অসংখ্য গর্তে ভরা, এবড়াে-থেবড়াে। এখানে আছে অসংখ্য পাহাড় ও সমতলভূমি। বুধের কোনাে উপগ্রহ নেই।

Add a Comment