পৃথিবী গ্রহ

পৃথিবী (Earth): পৃথিবী আমাদের বাসভূমি। এটি সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব ১৫ কোটি কিলােমিটার। এর ব্যাস প্রায় ১২,৬৬৭ কিলােমিটার। পৃথিবী একবার সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড। তাই এখানে ৩৬৫ দিনে এক বছর। চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। পৃথিবী একমাত্র গ্রহ যার বায়ুমণ্ডলে প্রয়ােজনীয় অক্সিজেন, নাইট্রোজেন ও তাপমাত্রা রয়েছে যা উদ্ভিদ ও জীবজন্তু বসবাসের উপযােগী। সৌরজগতের গ্রহগুলাের মধ্যে একমাত্র পৃথিবীতেই প্রাণের অস্তিত্ব আছে।

সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব ১৪,৯৫,০০,০০০ কিমি.

পৃথিবীর আয়তন ৫১,০১,০০,৫০০ বর্গকিমি.

পৃথিবীর ব্যাস ১২,৬৬৭ কিমি.

পৃথিবী একবার সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড

পৃথিবীর নিজ অক্ষে একবার আবর্তন করতে সময় লাগে ২৩ ঘন্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড

পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ

পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব ৩,৮৪,০০০ কিমি.

পৃথিবীর আনুমানিক বয়স ৪,৫০০ মিলিয়ন বছর

পৃথিবীর মোট মহাদেশ ৭টি

মোট মহাসাগর ৫টি

মোট রাষ্ট্র ২৩১ টি

পৃথিবীর স্বাধীন রাষ্ট্র ১৯৬ টি।

পৃথিবীতে মোট মুসলিম রাষ্ট্র ৬৫ টি।

OIC ভুক্ত মুসলিম রাষ্ট্র ৫৭ টি।

সর্বশেষ স্বাধীন মুসলিম রাষ্ট্র ‘কসোভা’ (ইউরোপ)।

পৃথিবীর মোট রাষ্ট্রসংখ্যার অনুপাতে মুসলিম রাষ্ট্রের হার ২৬%।

পৃথিবীর মুসলিম জনসংখ্যা ১৪২ কোটি।

পৃথিবীর জনসংখ্যার অনুপাতে মুসলিম জনসংখ্যার হার ২৩.১৮% ।

জনসংখ্যার দিক দিয়ে বৃহত্তম মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়া।

জনসংখ্যার দিক দিয়ে ক্ষুদ্রতম মুসলিম রাষ্ট্র মালদ্বীপ।

জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম মুসলিম শহর করাচী (পাকিস্তান)।

মুসলিম সংখ্যালঘিষ্ঠ রাষ্ট্রগুলোর মধ্যে যে সবচে’বেশি মুসলমান বাস করে ভারতে (১৬%)

মোট জনসংখ্যার অনুপাতে বিভিন্ন মহাদেশের মুসলিম জনসংখ্যার শতকরা হারঃ এশিয়া ২৪%, ইউরোপ ১%, আফ্রিকা ৫৯%, উত্তর আমেরিকা ১.৫%, দক্ষিণ আমেরিকা ০.৫০%

Add a Comment