অশ্মমন্ডল

অশ্মমন্ডল(Lithosphere) বলতে প্রাকৃতিকভাবে সৃষ্ট গ্রহ-উপগ্রহসমূহের এমন একটি স্তরকে বুঝানো হয় যেটি মূলত বহিরাবরণ হিসাবে কাজ করে থাকে। পৃথিবীর অশ্মমন্ডল ভূত্বক থেকে শুরু হয়ে ম্যান্টেলের উপরিভাগ পর্যন্ত বিস্তৃত।

পৃথিবীর অশ্মমন্ডল দুই ধরনেরঃ

১. মহাদেশীয় অশ্মমন্ডল(Continental crust) এমন একটি স্তর যা আগ্নেয়(Igneous), পাললিক(Sedimentary) ও রূপান্তরিত(Metamorphic) শিলা(rocks) দ্বারা গঠিত। সমুদ্রের উপকূলবর্তী এলাকার অগভীর অংশ যা মহাদেশীয় ঢালু(continental shelves) না পরিচিত সেটিও মহাদেশীয় অশ্মমণ্ডলের অন্তর্ভূক্ত।

২. মহাসাগরীয় অশ্মমন্ডল(Oceanic crust) টেকটোনিক প্লেটের মহাসাগরের উপরের ভাগ।

Add a Comment