বারিপাত কি?

জলীয়বাষ্পপূর্ণ বায়ু অতিরিক্ত শীতলতার সংস্পর্শে এলে ঘনীভূত হয় এবং ক্ষুদ্র ক্ষুদ্র পানিকণা ও তুষারকণায় পরিণত হয়। এই ক্ষুদ্র ক্ষুদ্র পানিকণা ও তুষারকণা ক্রমশ বড় হলে আকাশে ভেসে বেড়াতে পারে না, মাধ্যাকর্ষণ শক্তির টানে নিচে নেমে আসে। ভূপৃষ্ঠে এভাবে পানিবিন্দু বা তুষারবিন্দুর পতনকে বারিপাত (Precipitation) বা অধঃক্ষেপণ বলে। বৃষ্টিপাত, তুষারপাত, শিলাবৃষ্টি প্রভৃতি হলো বিভিন্ন প্রকারের অধঃক্ষেপণ।

Add a Comment