Participle

বিগত বিসিএস প্রিলিমিনারিতে এখান থেকে একটি প্রশ্ন এসেছি।

Participle: কোনো sentence-এ verb-এর যে form একই সঙ্গে verb এবং adjective-এর কাজ করে, তাকে Perticiple বলে। participle বানাতে দুটি কাজ করতে হয়। verb টাকে adjectiv বানাতে হয় যাতে সে noun কে modify করে, আর এর সাথে tense অনুসারে Auxilary Verb যুক্ত করতে হয়।

A blooming flower is beautiful to look at.
A lost opportunity never returns. (৪০তম বিসিএস প্রিলিমিনারি)
এখানে ‘bloom’ Verb-এর সঙ্গে ing যুক্ত হয়ে blooming গঠিত হয়েছে। ‘Blooming’ দ্বারা ফুটছে অর্থে Verb-এর কাজ হয়েছে। অন্যদিকে blooming দ্বারা flower-এর অবস্থা বোঝানো হচ্ছে—অর্থাৎ তা adjective-এর কাজ করছে। সুতরাং বাক্যে blooming verb ও adjective রূপে Particple হিসেবে ব্যবহৃত হয়। অন্যদিকে হারিয়ে যাওয়ার ক্ষেত্রে verb আবার opportunity শব্দটিকে বিশেষায়িত করছে বলে lost, adjective এর কাজ করছে।

Participle এর প্রকার—

  1. Present Participle
  2. Past Participle
  3. Perfect Participle
  4. participial phrase

Present Participle: Verb-এর present form-এর সঙ্গে ing যুক্ত হয়ে যদি verb ও adjective-এর কাজ করে, তাকে Present Participle বলে। এটি continuous tenses এ ব্যবহার হবে ও বর্তমানে চলমান কোন কাজকে বুঝাবে।
যেমন—Birds are flying in the sky.
The bird is singing outside my window.
The singing bird is outside my window.
বিস্তারিত দেখুন – Verb এর সাথে ing যুক্ত করার নিয়ম

শুধু ing যুক্ত করেই present continuous, past continuous, ও future continuous tenses এ ব্যবহার হয়। যেমন-

Present continuous
She is going to the game tonight.

Past continuous
I was sleeping when my cat jumped on my head.

Future continuous
They will be running for mayor in the next election

Present perfect continuous
I couldn’t see the film because I have been working late all week.

Past perfect continuous
The plane had been flying normally before lightning struck the wing.

Future perfect continuous
In September, we will have been dating for two years.

Past Participle: আমরা জানি Participle এ verb, Adjectiv এর কাজ করে, এবং past এর ক্ষেত্রে তা সমাপ্ত হয়েছে বলে বুঝায়।
Regular Verb কে Past Form এ রূপান্তর করার নিয়ম
যেমন—The work was finished.
I have completed my paper already.

Present perfect
They have practiced for this moment their whole life.

Past perfect
By the time the cops arrived, the thiefhad left.

Future perfect
I will have gone home already when the pizza comes.

Past participle in the passive voice
I am known for my anonymity.

Perfect Participle: একটি ঘটনা ঘটার আগে আরেকটি ঘটনা ঘটেছে, তা বুঝাতে Perfect Participle ব্যবহার করা হয় । Past Participle-এর পূর্বে having যোগ হয়ে Perfect Participle গঠিত হয় এবং verbal adjective-এর কাজ করে। যেমন—
Having visited Rome before, I became the unofficial tour guide.
Having gone to Dhaka, I found a job.

participial phrase Participle যেহেতু adjective হিসাবে কাজ করে, তাই এর phrase ও আছে যেমন-
We tried to avoid the person wearing a clown costume.
Walking on the beach, we saw the clown again. prase টি প্রথমে দিলে তার পর একটি কমা দিয়ে হয়।

Add a Comment