একই শব্দের ভিন্নার্থে প্রয়োগ – ১

অঙ্ক
গণিত অর্থে – যুথি অঙ্কে কাঁচা।
নাটকের অংশবিশেষ অর্থে – নাটকটি পাঁচ অঙ্কে সমাপ্ত।
রেখা অর্থে – অঙ্ক-পাত করে সাদা খাতাটি নষ্ট করো না।
সংখ্যা অর্থে – টাকার অঙ্ক কত হবে?
ক্রোড় অর্থে – শিশুর কাছে মাতৃ অঙ্কই সবচেয়ে নিরাপদ।
হিসাব অর্থে – যেভাবে ঋণের অঙ্ক বাড়াচ্ছ, শোধ করবে কেমনে?

অর্থ
টাকাকড়ি অর্থে অর্থে – অর্থই অনর্থের মূল।
উদ্দেশ্য অর্থে অর্থে – আমার কাছে আসার অর্থ কী?
অর্থ অর্থে – উপার্জনে সহায়ক অর্থে অর্থে – পাট বাংলাদেশের অর্থকরী ফসল।
মানে অর্থে অর্থে – মনোযোগ দিয়ে পড়, তাহলেই অর্থ বুঝতে পারবে।
ধন অর্থে অর্থে – সারাজীবন তো অর্থই জমালে, সুখ কতটুক পেলে?
প্রয়োজন অর্থে – অর্থ ছাড়া যে তুমি আসনি, তা তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে।
ইঙ্গিত অর্থে – তোমার কথার অর্থ আমি বুঝতে পেরেছি।

উত্তর
দিক বিশেষ অর্থে – হিমালয় বাংলাদেশের উত্তরে অবস্থিত।
জবাব অর্থে – চুপ করে আছ কেন, উত্তর দাও।
পরবর্তী অর্থে – স্বাধীনতাউত্তর বাংলাদেশে নাটকের প্রভূত উন্নতি সাধিত হয়েছে।
ভবিষ্যৎ অর্থে – দোয়া করি উত্তরকালে তুমি একজন দেশবরেণ্য নেতা হও।
পরে অর্থে অর্থে – শব্দের উত্তরে প্রত্যয় ব্যবহৃত হয়।

উঠা
উদিত হওয়া অর্থে অর্থে – ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত অর্থে – লাল রক্ত লাল’।
জাগা অর্থে অর্থে – ঘুম থেকে উঠে হাত অর্থে – মুখ ধুয়ে নাও।
আরোহণ অর্থে অর্থে – পর্বত শৃঙ্গে উঠা খুবই কষ্টকর।
আরোহণ করা অর্থে – গাছে ওঠা খুব সহজ কাজ নয়।
জাগা অর্থে – আর কত ঘুমুবে, এবার উঠে পড়।
সংগৃহীত অর্থে – মহল্লায় নাটক হবে, ছেলেরা তাই বাড়ি বাড়ি চাঁদা উঠাচ্ছে।
লোপ পাওয়া অর্থে – স্বার্থের টানাপড়েন কলেজটি শেষ পর্যন্ত উঠেই গেল।
খুশি হওয়া অর্থে – তাকে যতই দাও না কেন, মন উঠবে না।
ছাপা হওয়া অর্থে – বাংলাদেশী খেলোয়াড়দের ক্রীড়ানৈপুণ্যের খবর ব্রিটেনের পত্রিকায় উঠেছে।

উপায়
কৌশল অর্থে – চোরেরা চুরি করার আশায় নিত্যনতুন উপায় খুঁজে।
রোজগার অর্থে – জমি বিক্রি করে আর কতদিন চলবে, একটা উপায় খুঁজ।
প্রতিকারের পথ অর্থে – বিদ্যুৎ সমস্যা সমাধানের সঠিক উপায় খুঁজে বের করতে হবে।

উচ্চ
লম্বা অর্থে অর্থে – ইংরেজরা দৈহিকভাবে বেশ উচ্চ।
উদার অর্থে – তাঁর মতো অমন উচ্চ মনের মানুষ আর দেখিনি।
ভালো অর্থে – পত্রিকাটি উচ্চমানের।
সম্ভ্রান্ত অর্থে অর্থে – হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বংশের সন্তান ছিলেন।
জোরাল অর্থে – উচ্চকণ্ঠী নরেন বিশ্বাস আর বেঁচে নেই।

Add a Comment