একই শব্দের ভিন্নার্থে প্রয়োগ – ৪

গা

শরীর অর্থে – রোমানার গায়ের রং ফর্সা।
গ্রাহ্য অর্থে – তার কোনো কথাই আমি গায়ে মাখি না।
ঈর্ষা অর্থে – পরের ভালো দেখলে রোজিনার গা জ্বলে।
পরিধান অর্থে – গায়ে নতুন জামা দেখছি, কবে কিনলে?
আত্মগোপন অর্থে – পুলিশ দেখে চোরটি গা অর্থে – ঢাকা দিল।
অভ্যস্ত অর্থে – মাস্তানদের দৌরাত্ম্য এখন গা সওয়া হয়ে গেছে।
ভয় বোধ করা অর্থে – ছিনতাইকারীর খপ্পরে পড়ে তার গা কাঁপছে।
ওঠা অর্থে – অনেক ঘুমিয়েছ, এবার গা তুলো।
আরাম করা অর্থে – এভাবে কতদিন আর গায়ে ফুঁ দিয়ে চলবে।
গ্রাহ্য করা অর্থে – কাজটি করে দেবার জন্য তোমাকে এত করে বলছি অথচ তুমি মোটেই গা করছ না।
স্বস্তি পাওয়া অর্থে – কালা জাহাঙ্গীর ধরা পড়েছে জেনে গা জুড়ালো।

গরম

উষ্ণ অর্থে – এক কাপ খুব গরম চা দাও।
গ্রীষ্ম অর্থে – বৈশাখ অর্থে – জ্যৈষ্ঠ গরমকাল।
উগ্র অর্থে – তোমার গরম মেজাজকে আমি ভয় পাই না।
অহংকার অর্থে – দু নম্বরি টাকার গরমে রহিমের পা যেন মাটিতে পড়ে না।
চড়া অর্থে – সরবরাহ কম থাকলে বাজার গরম থাকে।
শীত নিবারক অর্থে – শীতকালে গরম কাপড় না হলে চলে না।
মসলা অর্থে – মাংস পাকাতে হলে গরম মসলা প্রয়োজন।

গলা

গ্রীবা অর্থে – চিড়িয়াখানায় লম্বা গলার জিরাফ দেখেছি।
কণ্ঠ অর্থে – তার সুরেলা গলার গান ভোলা যায় না।
প্রীতির ভাব অর্থে – ওদের দুজনের বেশ গলায় গলায় ভাব।
অতি বিনয় অর্থে – গলবস্ত্র হয়ে রতনবাবু সাহায্য চাইলেন।
বোঝা অর্থে – পরের গলগ্রহ হয়ে থাকার ইচ্ছে আমার নেই।
অপমান অর্থে – লোকটাকে গলাধাক্কা দিয়ে বের করে দাও।
উচ্চকণ্ঠ অর্থে – সামান্য কয়টা টাকার জন্য এত বড় গলায় কথা বলছেন কেন?
নিষ্ফল বক্তৃতা অর্থে – গলাবাজি করলেই ভোট পাওয়া যায় না।
ধিক্বারসূচক উক্তি অর্থে – আর কিছু না পার, তো গলায় দড়ি দিয়ে মর।
গম্ভীর অর্থে – প্রিন্সিপাল স্যারের ভারী গলা আমাদের ভয় ধরিয়ে দেয়।
অধিক মূল্য হাঁকা অর্থে – ঈদের বাজারে জিনিসপত্রের গলাকাটা দাম থাকে।

গুণ

উৎকর্ষ অর্থে – সে কোন গুণেরই না, একেবারে অপদার্থ।
পূরণ অর্থে – দুই কে দুই দিয়ে গুণ করলে চার হয়।
রজ্জু/রশি অর্থে – বাতাস পড়ে যাওয়ায় মাঝিরা গুণ টানছে।
বিশিষ্ট ধর্ম অর্থে – লবণের সাথে চিনি মেশালে লবণের গুণ নষ্ট হয়।
সুফল অর্থে – বিদ্যাগুণে আজ সে এত বড় হয়েছে।

ঘন

গাঢ় অর্থে – রক্তের উচ্চচাপ থাকলে ঘন দুধ না খাওয়াই ভালো।
নিবিড় অর্থে – আমাজান অববাহিকায় ঘন বন রয়েছে।
দৈর্ঘ্য, প্রস্থ, ও উচ্চতার পরিমাণ অর্থে – কক্ষটির ঘনফল নির্ণয় কর।
মেঘ অর্থে – ’নীল নবঘনে আষাঢ় গগনে, তিল ঠাঁই আর নাহিরে।
অল্প সময়ের ব্যবধান অর্থে – সে এত ঘন ঘন আসছে কেন?

চলা

অগ্রসর হওয়া অর্থে – সৈন্যদল জোর কদমে এগিয়ে চলছে।
অতিবাহিত হওয়া অর্থে – সময় অলক্ষে চলে যায়।
জীবন নির্বাহ করা অর্থে – অল্প আয়ে চলা খুব কঠিন।

Add a Comment