শেয়ার হোল্ডার বা স্টকহোল্ডার কারা?
|Shareholder: শেয়ার হোল্ডারদের স্টকহোল্ডারও বলে যারা কোন ব্যবসা প্রতিষ্ঠান বা কোম্পানির শেয়ার ক্রয় করে। শেয়ার হোল্ডার হতে পারে একজন ব্যক্তি, কোম্পানি বা প্রতিষ্ঠান যারা ঐ ব্যবসা প্রতিষ্ঠানের কমপক্ষে একটি শেয়ারের মালিক। প্রকৃতপক্ষে শেয়ারধারীরাই ঐ ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। ব্যবসা প্রতিষ্ঠানের লাভে তারা লাভবান হয়, লসে ক্ষতিগ্রস্থ হয়।
Stakeholder: কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান যা কোন নির্দিষ্ট সংস্থা(Organization), প্রকল্প(Project), এর সাথে যুক্ত থাকে। কেননা উল্লিখিত ব্যক্তি বা প্রতিষ্ঠান ঐ সংস্থায় বা প্রকল্পে বিনিয়োগ করেছে। যেমন- বিনিয়োগকারী, ঐ সংস্থার কর্মজীবী, সরবরাহকারী, গ্রাহক বা সরকার। যারা কোন না কোন ভাবে ঐ সংস্থা/প্রকল্পের লভ্যাংশের সুবিধাভোগী।
Stockholder: কোন ব্যবসা প্রতিষ্ঠানের শেয়ার ও স্টকের মালিক।