মুন্সীগঞ্জ জেলা
|পূর্ব নামঃপ্রাচীন নাম বিক্রমপুর। মোঘল শাসনামলে মুন্সিগঞ্জ এর নাম ছিলো ইদ্রাকপুর।
অবস্থানঃ ধলেশ্বরী নদীর তীরে।
উল্লেখযোগ্য ব্যাক্তিত্বঃ অতীশ দীপঙ্করের জন্মস্থান। কেদার রায় বিক্রমপুরের জমিদার এবং বাংলার বিখ্যাত বারো ভুঁইয়াদের অন্যতম। বিশিষ্ট গদ্যশিল্পী, ভাষাবিজ্ঞানী, ঔপন্যাসিক ও কবি হুমায়ুন আজদ
দর্শনীয় স্থানঃ পদ্মা রিসোর্ট; মাওয়া রিসোর্ট; রাজা বল্লাল সেন ও হরিশচন্দ্রের দীঘি।
উল্লেখযোগ্য প্রতিষ্ঠানঃ দেশের প্রথম ঔষধ পার্ক- গজারিয়া।
নদ-নদীঃ পদ্মা, মেঘনা, ধলেশ্বরী ও ইছামতি নদী।