বিচার বিভাগীয় শব্দ

অ্যামিকাস কিউরি(Amicus curiae)– আদালতের বন্ধু। ইনি বাদী বা বিবাদী কোন পক্ষের নন। অ্যামিকাস কিউরি আদালত কে তাঁর বিজ্ঞচিত মতামত ও তথ্য দিয়ে সহায়তা করেন।

কালারেবল লেজিসলেশন কোনো কাজ সংবিধানের মধ্যে থেকে করার সুযোগ না থাকলে আইনসভা যখন ছদ্ম আবরণে ভিন্ন প্রয়োজনের যুক্তি দেখিয়ে একটি আইন তৈরি করে।

পেনাল কোডঃ -দণ্ডবিধি। অপরাধ দমনের লক্ষ্যে শাস্তিদানের বিধি সংবলিত আইনকে ইংরেজিতে Penal Code বলে।

Add a Comment