সােনারগাঁ

১. সােনারগাঁ ১৭ শতকের এক ঐতিহাসিক নিদর্শন।
২. সােনারগাঁ ঢাকার দক্ষিণ-পূর্বে নারায়ণগঞ্জ জেলার মেঘনা নদীর তীরে অবস্থিত।
৩. সােনারগাঁ ছিল প্রাচীন বাংলার মুসলমান সুলতানদের রাজধানী।
৪. ১৬১০ সালে এক যুদ্ধে ঈশা খাঁর পুত্র মুসা খাঁ পরাজিত হলে সােনারগাঁ থেকে রাজধানী ঢাকায় স্থানান্তরিত হয়।
৫. শিল্পাচার্য জয়নুল আবেদিন ১৯৭৫ সালে সােনারগাঁয়ে লােকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন।

Add a Comment