জামালপুর


জামালপুর জেলা

বিষয়তথ্য
পূর্ব নামঃ সিংহজানী
অবস্থানঃপুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে
উল্লেখযোগ্য ব্যাক্তিত্বঃ
  • নাটকে বাংলার মুকুট বিহীন সম্রাট আনোয়ার হোসেন
  • প্রয়াত নাট্যব্যক্তিত্ব আব্দুল্লাহ আল মামুন
  • মুক্তিযুদ্ধের ইতিহাস রচনাকারী মরহুম হাসান হাফিজুর রহমান
  • বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড. আতিউর রহমান
  • মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তম (১৯৩৭-১৯৭৫) – মুক্তিযুদ্ধে ২ নং সেক্টরের সেক্টর কমান্ডার এবং ‘কে-ফোর্স’-এর সর্বাধিনায়ক;
খনিজ পদার্থঃপ্রাকৃতিক গ্যাস মিথেন
দর্শনীয় স্থানঃ
  • হযরত শাহ জামাল(রাঃ) এর মাজার শরীফ, জামালপুর জেলা সদর
  • হযরত শাহ কামাল(রাঃ) এর মাজার শরীফ, দুরমুট, উপজেলা-মেলান্দহ, জেলা- জামালপুর
  • দয়াময়ী মন্দির, জামালপুর শহর(৩০০ বৎসরের প্রাচীন ও ঐতিহ্যবাহী মন্দির)
  • গান্ধী আশ্রম
উল্লেখযোগ্য প্রতিষ্ঠানঃ দেশের সর্ব বৃহৎ সার কারখানা যমুনা সার কারখানা
নদ-নদীঃ ব্রহ্মপুত্র, যমুনা ও ঝিনাই।

<- ময়মনসিংহ
নেত্রকোনা ->