মুক্তিযুদ্ধের সেক্টরগুলো মনে রাখার উপায়

মহান মুক্তিযুদ্ধের সব সেক্টরের জেলাসমূহ হুবহু মনে রাখা একটু কষ্টসাধ্য ও তালগোল পেকে যায়। আশা রাখছি,নোটটি আপনাকে কিছুটা হলেও স্বস্তি দিবে।

সেক্টর: ১ নং
১ নং CFC গ্যাসমুক্ত ফ্রিজ।
ব্যাখ্যাঃ- সেক্টর: ১ নং
স্থান: C> চট্টগ্রাম, F>Feni C> পার্বত্য চট্টগ্রাম।

২ নং সেক্টর
দুলাভাই বাসে কুনো ফাকা নেই।
ব্যাখ্যাঃ- সেক্টর: দুলাভাই> ২ নং সেক্টর
স্থান: কু> কুমিল্লা, নো>নোয়াখালী ফা> ফরিদপুরে, কা> ঢাকা ( ফরিদপুর ও ঢাকার অংশ বিশেষ)

৩ নং সেক্টর
কুমিল্লা ও ঢাকার সাথে ৩ ম্যাচ হকি খেলব।
ব্যাখ্যাঃ- সেক্টর: ৩ ম্যাচ> ৩ নং সেক্টর
স্থান: কুমিল্লা ও ঢাকার অংশ বিশেষ হ> হবিগঞ্জ, কি> কিশোরগঞ্জ

৪ নং সেক্টর সিলেট জেলার অংশবিশেষ

সেক্টর: ৫
৫ টাকায় মোবাইল সিম?
ব্যাখ্যাঃ- সেক্টর: ৫ টাকায়> ৫ নং সেক্টর
স্থান: সি> সিলেট, ম> ময়মনসিংহ ( সিলেট জেলার অংশবিশেষ ও বৃহত্তর ময়মনসিংহের সীমান্তবর্তী অঞ্চল)

সেক্টর: ৬
ঠাকুর মা ৬ দিন রংপুর থাকবে।
ব্যাখ্যাঃ- সেক্টর: ৬ দিন> ৬ নং সেক্টর স্থান: ঠাকুর মা> ঠাকুরগাঁও মহকুমা, রংপুর, দিন> দিনাজপুর

সেক্টর:৭
ঠাকুরগাঁও ছাড়া রাজকে ৭ দিন আর কোথায় পাব?
ব্যাখ্যাঃ- সেক্টর:৭ দিন> ৭ নং সেক্টর স্থান: ঠাকুরগাঁও ছাড়া, দিন> দিনাজপুর অর্থাৎ, ঠাকুরগাঁও ছাড়া দিনাজপুরের অংশবিশেষ; রাজকে> রাজশাহী পা> পাবনা, ব> বগুড়া।

৮ নং সেক্টর
খুফ জোশ ৮ টা টিয়া পাখি দেখলাম।
ব্যাখ্যাঃ- সেক্টর: ৮ টা> ৮ নং সেক্টর স্থান: খু> খুলনা, ফ> ফরিদপুর জোশ> যশোর অর্থাৎ, যশোর এবং ফরিদপুর ও খুলনার অংশবিশেষ, টিয়া> কুষ্টিয়া(মেহেরপুর)

৯ নং সেক্টর
নায়নার বরটা খুফ পটু।
ব্যাখ্যাঃ- সেক্টর: নায়নার > ৯ নং সেক্টর স্থান: বরটা> বরিশাল, খু> খুলনা,
ফ> ফরিদপুর অর্থাৎ, খুলনা ও ফরিদপুর জেলার অংশবিশেষ। পটু> পটুয়াখালী।

১০ নং সেক্টর
১০ নং সেক্টর নৌ কমান্ডো বাহিনী দ্বারা পরিচালিত।

১১ নং সেক্টর
রাত এগারটার সময় কিশোরীদের মনটা পাওয়া মুশকিল।
ব্যাখ্যাঃ- সেক্টর:এগারটা> ১১ নং সেক্টর
স্থান: কিশোরীদের> কিশোরগঞ্জ ব্যতীত, মন> ময়মনসিংহ, টা> টাঙ্গাইল।

একটি কপি পেস্ট প্রয়াস।

Add a Comment