ব্রাহ্মণবাড়ীয়া জেলা
বিষয় | তথ্য |
---|
পূর্ব নামঃ | নাসির নগর |
অবস্থানঃ | তিতাস নদীর তীরে |
উল্লেখযোগ্য ব্যাক্তিত্বঃ | - ধীরেন্দ্রনাথ দত্ত (১৮৮৬ – ১৯৭১ ) – ভাষা সৈনিক , ১৯৪৮ সালের ২৩শে ফেব্রুয়ারি পাকিস্তানের গণপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি উত্থাপন করেছিলেন
- নুরুল আমিন (১৮৯৩–১৯৭৪) – পাকিস্তানের অষ্টম প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের একমাত্র উপরাষ্ট্রপতি
- আকবর আলি খান – অর্থনীতিবিদ,তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা
- আবদুল কুদ্দুস মাখন (১৯৪৭-১৯৯৪) – মুক্তিযোদ্ধা,মুজিব বাহিনীর অন্যতম সংগঠক,বঙ্গবন্ধুর ‘চার খলিফা’র একজন
- অদ্বৈত মল্লবর্মণ (১ জানুয়ারি ১৯১৪ – ১৬ এপ্রিল ১৯৫১) – বাঙালি ঔপন্যাসিক ও সাংবাদিক
- আবদুল কাদির ( ১৯০৬ – ১৯ ডিসেম্বর ১৯৮৪) – বাঙালি কবি, সাহিত্য-সমালোচক ও ছান্দসিক
- আল মাহমুদ – আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি, ঔপন্যাসিক এবং ছোটগল্প লেখক
- জোতিরিন্দ্র নন্দী (১৯১২-১৯৮২) – ‘বারো ঘর এক-উঠোন’ তার বিখ্যাত উপন্যাস ।
- আব্দুস সাত্তার খান (১৯৪১-২০০৮)- নাসার বিজ্ঞানী,
- মোহাম্মদ আশরাফুল – বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ব্যাটসম্যান
- ঈসা খান – বারো ভুঁইয়া দের অন্যতম
- আনন্দময়ী মা (১৮৯৬-১৯৮২) – আধ্যাত্মিক সাধিকা
- ঔপন্যাসিক অদ্বৈতমল্ল বর্মণ
|
সংস্কৃতি | ব্রাহ্মণবাড়িয়াকে বলা হয় বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী ।ওস্তাদ আলাউদ্দিন খাঁ,আলী আকবর খান,বাহাদুর খান, সৈয়দ আব্দুল হাদী এর মত খ্যাতিমান সঙ্গীতজ্ঞের জন্ম এখানে । উপমহাদেশের শাস্ত্রীয় সঙ্গীতে যাদের অবদান অসীম । পুতুল নাচ এর জন্যও ব্রাহ্মণবাড়িয়া বিখ্যাত । ভারতীয় উপমহাদেশে প্রথম পুতুল নাচের প্রচলন করেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণসাগর গ্রামের বিপিন পাল । |
খনিজ পদার্থঃ | তিতাস গ্যাসক্ষেতত্রের গ্যাস |
দর্শনীয় স্থানঃ | - দেশের বৃহৎ রেলজংশন আখাউড়া
- সৌধ হীরন্ময়: ১৯৭১ সালের ৫ই ডিসেম্বরের বুদ্ধিজীবী হত্যায় নির্মমভাবে নিহত, ব্রাহ্মণবাড়িয়া ডিগ্রী কলেজের বাণিজ্য বিভাগের অধ্যাপক লুৎফুল রহমান (জাহাঙ্গির) ও মৃত্যুঞ্জয়ী অন্য বুদ্ধিজীবীদের স্মরণে কাউতলীস্থ ত্রিভুজচত্বরে ‘সৌধ হিরন্ময়’ নামে একটি স্মৃতিবেদী নির্মাণ হয়েছে ।
- বিদ্যাকুট সতীদাহ মন্দির।
- হাতীর পুল
|
নদ-নদীঃ | মেঘনা, তিতাস, বুড়ি, কুলকুলিয়া। |
অন্যান্য তথ্যঃ | - ব্রাহ্মণবাড়ীয়া কে বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী বলা হয়।
- ১৮ এপ্রিল আখাউড়া উপজেলার দরুইনে পাকবাহিনী ও মুক্তিযোদ্ধাদের মধ্যে মুখোমুখি লড়াইয়ে বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল শহীদ হন। এ গ্রামেই বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামালকে সমাহিত করা হয়।
|
<- কক্সবাজার
নোয়াখালী ->