চাকমা

তথ্যকণিকাঃ চাকমা

  • চাকমাদের পাড়া বা মৌজা প্রধানকে বলা হয় – হেডম্যান।
  • চাকমাদের প্রধান খাদ্য – ভাত।
  • চাকমাদের বৌদ্ধ মন্দির কে কি বলে – কিয়াং।
  • চাকমারা বাঁশ ও বেদ দিয়ে তৈরি করে – বাদ্যযন্ত্র।
  • চাকমারা ভাতের সাথে খায় – মাছ, শাকসবজি।
  • চাকমা মেয়েদের পরনের কাপড়ের নাম – পিনোন।
  • চাকমা সমাজের ধর্মীয় অনুষ্ঠান – গৌতম বুদ্ধের জন্ম ও মৃত্যু দিবস।
  • চাকমা সমাজের মূল অংশ – পরিবার।
  • চাকমা সার্কেলের প্রধান কে – চাকমা রাজা।

বসবাসঃ চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি (চট্টগ্রামের চাকমারা কক্সবাজারের খা বা র খায় ) (৩৮তম বিসিএস প্রিলিমিনারি)

বাংলাদেশের সর্ববৃহৎ উপজাতিক গোষ্ঠী হল চাকমা। চাকমারা মঙ্গোলীয় জাতির একটি শাখা।

চাকমাদের ভাষার নামও চাকমা (চাংমা)। চাকমা লিপি আগরতারা নামে পরিচিত। এরা গ্রাম/পাড়া কে বলে আদাম। কতোগুলো আদাম নিয়ে চাকমাদের – মৌজা গঠিত হয় ।

চাকমারা পাহাড়ে ঝুম চাষ করে, এজন্য এদের কে জুম্মিয়া বা জুম্মা হিসাবে ও ডাকা হয়।

বাঁশের অঙ্কুর হল চাকমাদের ঐতিহ্যগত খাদ্য। তারা এটাকে বাচ্ছুরি ” নামে ডাকে

চাকমা সমাজের প্রধান চাকমা রাজা । বণিকদের বিরুদ্ধে চাকমা জুমিয়া নেতা ‘জুম্মা খান’ বিদ্রোহ করেছিলেন।

ধর্মঃ বৌদ্ধ
ধর্ম গ্রন্থঃ ত্রিপিটক
উৎসবঃ বিঝু(বর্ষবরণ/ফাল্গুনী পূর্ণিমা)

Add a Comment