BARI (Bangladesh Agricultural Research Institute

BARI (Bangladesh Agricultural Research Institute) বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত। এটি দেশের বৃহত্তম বহুবিধ ফসল গবেষণা প্রতিষ্ঠান। এটি ১৯৭৬ সালে, ৪ আগস্ট প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠান দানাশস্য, কন্দাল, ডাল, তৈলবীজ, সবজি, ফল, মসলা, ফুল ইত্যাদির উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন বিষয়ে গবেষণা করে থাকে। প্রতিষ্ঠানটি মৃত্তিকা এবং শস্য ব্যবস্থাপনা, রোগ বালাই এবং পোকামাকড় ব্যবস্থাপনা, পানি এবং সেচ ব্যবস্থাপনা, কৃষি যন্ত্রপাতির উন্নয়ন, খামার পদ্ধতির উন্নয়ন, শস্য সংগ্রহোত্তর প্রযুক্তি উদ্ভাবন এবং আর্থ সামাজিক সংশ্লিষ্ট উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, বিপণন এবং পরিমাণ নির্ধারণ বিষয়ে গবেষণা করে থাকে। এর ৬ টি শস্য গবেষণা কেন্দ্র, ৬ টি আঞ্চলিক গবেষণা কেন্দ্র এবং ২৩ টি উপকেন্দ্র আছে।

Add a Comment