প্রধান বীজ উপাদনকারী সরকারি প্রতিষ্ঠান —

  • BARI
  • BRRI
  • BADC
  • BINA

BARI উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন বিষয়ে গবেষণা করে থাকে BRRI - ধান উৎপাদন ও জাত উন্নয়নে কাজ করছে BADC-( Bangladesh Agricultural Development Corporation)- বাংলাদেশ কৃষি উন্নয়ন ইনস্টিটিউট এর উপর অর্পিত মৌলিক কাজগুলো হচ্ছে: সারা বাংলাদেশে কৃষি উপকরণ উৎপাদন, সংগ্রহ (ক্রয়), পরিবহন, সংরক্ষণ এবং বিতরণ ব্যবস্থাপনা টেকসই করা এবং অত্যাবশ্যকীয় কৃষি উপকরণ যেমন: বীজ, সার সরবরাহ এবং ভূপরিস্থ ও ভূগর্ভস্থ পানি ব্যবহারের মাধ্যমে কৃষকের জন্য সেচের সুযোগ সৃষ্টি করা। BINA বিভিন্ন ফসলের নতুন জাত উদ্ভাবনের মাধ্যমে একটি স্থিতিশীল ও উৎপাদনমুখী কৃষি নিশ্চিত করতে পরমাণু প্রযুক্তি ব্যবহার করে গবেষণা পরিচালনা, মাটি ও পানির বৈজ্ঞানিক ব্যবস্থাপনা, ফসলের গুনগতমান সহ উৎপাদন বৃদ্ধিকল্পে লাগসই প্রযুক্তি উদ্ভাবন এবং বালাই ব্যবস্থাপনা করতে কাজ করে।