বাজেট ২০১৯-২০২০

সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ

সময় এখন আমাদের সময় এখন বাংলাদেশের
৪৯তম এই বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেটের আকার ৫ লক্ষ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। জিডিপির আকার ১৮ লক্ষ ৮৫ হাজার ৮৭২ কোটি টাকা। সে হিসাবে বাজেট জিডিপির ১৮ দশমিক ১৩ শতাংশ ।
এই বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ৮.২% মূল্যস্ফীতি ৫ দশমিক ৫ শতাংশ ধরা হয়েছে।
সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয় জনপ্রশাসন খাতে ১৮.৫ পারসেন্ট
দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ শিক্ষা প্রযুক্তি খাতে ১৫.২ পারসেন্ট
ভ্যটের স্তর চারটি ১০%, ১৫%, ২০%, ২৫% ও ৩০%
বার্ষিক উন্নয়ন কর্মসূচি (ADP) ২,০২,৭২১ কোটি টাকা।

কোম্পানি ব্যতীত অন্য করদাতাদের করমুক্ত আয়সীমা
সাধারণ করদাতা ২,৫০,০০০
মহিলা ও ৬৫ বছর ঊর্ধ্ব করদাতা ৩,০০,০০০
প্রতিবন্ধী ব্যক্তি করদাতা ৪,০০,০০০
গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতা ৪,২৫,০০০

কোম্পানি করদাতা ব্যতীত অন্যান্য করদাতাদের সাধারণ কর হার
করমুক্ত আয়সীমার পরবর্তী চার লক্ষ পর্যন্ত পর্যন্ত ১০%
পরবর্তী পাঁচ লক্ষ পর্যন্ত ১৫%
পরবর্তী ছয় লক্ষ্য পর্যন্ত ২০%
পরবর্তী ৩০ লক্ষ টাকা পর্যন্ত ২৫%
অবশিষ্ট এর উপর ৩০%

ব্যক্তিগত ন্যূনতম আয়কর
ঢাকার সিটিদ্বয়ে ৫,০০০ টাকা
অন্যান্য সিটিতে ৪,০০০ টাকা
অন্যান্য সব পর্যায়ে ৩,০০০টাকা

Add a Comment