বাজেট ২০১৮-২০১৯

বিগত সালের BCS Preliminary- তে এখান থেকে প্রশ্ন এসেছে টি।

দেশের ৪৭তম বাজেট (অন্তর্বর্তীকালীন সহ ৪৮তম বাজেট); আওয়ামীলীগ সরকারের ১৮ তম বাজেট; অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ১২তম এবং টানা দশম বাজেট এটি।

বাজেটের মোট আকার ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা।
আয় ৩ লাখ ৩৯ হাজার ২৮০ কোটি টাকা।
ঘাটতি ১ লাখ ২৫ হাজার ২৯৩ কোটি টাকা।

সর্বোচ্চ বরাদ্দ শিক্ষা ও প্রযুক্তি খাতে ৬৭ হাজার ৯৪৪ কোটি টাকা।
দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ পরিবহণ ও যোগাযোগ খাতে ৫৫হাজার ৪০৫কোটি টাকা।
কৃষি খাতে বরাদ্দ ১৭হাজার ২৫৯কোটি টাকা।
এডিপিতে (ADP) বরাদ্দ ১,৭০,০০০ কোটি টাকা। (৩৯তম বিসিএস প্রিলিমিনারি)

জিডিপি প্রবৃদ্ধি ৭.৮০% (৩৯তম বিসিএস প্রিলিমিনারি)
মূল্যস্ফীতি ৫.৬%

ঘাটতি পূরণ হবে-
বৈদেশিক ঋণ- ৫০০১৬কোটি টাকা
দেশের ব্যাংক থেকে ঋণ- ৪২০২৯ কোটি টাকা
দেশের ব্যাংকের বাইরে থেকে ঋণ- ২৯১৯৭ কোটি টাকা।

বাজেটে যে খাত থেকে সবচেয়ে বেশি আয় হবে- মূল্য সংযোজন কর(ভ্যাট) থেকে ১ লাখ ১০ হাজার ৫৫৫কোটি টাকা আয় হবে।

করদাতাআয়
সাধারণ করদাতা২,৫০,০০০ /-
মহিলা ও ৬৫ বছর বা তদূর্ধ্ব করদাতা ৩,০০,০০০/-
প্রতিবন্ধী করদাতা৪,০০,০০০/-
গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা৪,২৫,০০০/-

Paper Clipping

প্রকল্প ও বাজেট বাস্তবায়ন গতি পাবে**
পুঁজি পাচারের লাগাম টেনে ধরুন***

Add a Comment