সংবিধানের প্রথম সংশোধনী
|বিগত সালের BCS Preliminary- তে এখান থেকে প্রশ্ন এসেছে ১
টি।
সংবিধানের প্রথম সংশোধনী আনা হয় ১৯৭৩ সালের জুলাই মাসে। এটি
ছিল ইতিহাস নির্ধারিত সংশোধনী। এ সংশোধনীর মাধ্যমে ৪৭{৪৭(কতিপয় আইনের হেফাজত), ৪৭।ক( সংবিধানের কতিপয় বিধানের অপ্রযোজ্যতা)} অনুচ্ছেদে দু’টি নতুন উপধারা সংযোজন করা হয়। এ সংশোধনীর মূল কারণ ছিল গণহত্যাজনিত অপরাধ, মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ ও আন্তর্জাতিক আইনের অধীন অন্যান্য অপরাধের জন্য আইন তৈরি ও তা কার্যকর করা। এ আইনের মাধ্যমে যুদ্ধাপরাধীদের আইনের আশ্রয়, প্রকাশ্য বিচার ও সুপ্রিম কোর্টে মামলা দায়ের করার অধিকার থেকে বঞ্চিত করা হয়। ৯৩ হাজার যুদ্ধবন্দীর বিচার অনুষ্ঠানের জন্য রাষ্ট্রকে উপযুক্ত ক্ষমতা প্রদান করে এই সংশোধনী। (২১তম বিসিএস প্রিলিমিনারি)