বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কী ছিল?

  • জরুরি অবস্থা ঘোষণা
  • ৯৩ হাজার যুদ্ধবন্দীর বিচার অনুষ্ঠান
  • সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠা
  • মহিলাদের জন্য সংসদে আসন সংরক্ষণ

প্রথম সংশোধনীর মাধ্যমে ৪৭{৪৭(কতিপয় আইনের হেফাজত), ৪৭।ক( সংবিধানের কতিপয় বিধানের অপ্রযোজ্যতা)} অনুচ্ছেদে দু'টি নতুন উপধারা সংযোজন করা হয়। এ সংশোধনীর মূল কারণ ছিল গণহত্যাজনিত অপরাধ, মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধের বিচার ও ৯৩ হাজার যুদ্ধবন্দীর বিচার অনুষ্ঠানের জন্য রাষ্ট্রকে উপযুক্ত ক্ষমতা প্রদান করে এই সংশোধনী।