ভ্যাট/ (VAT) / মূসক
|১ জুলাই ১৯৯১ থেকে বাংলাদেশে মূল্য সংযোজন কর( মূসক) বা Value Added Tax (VAT) চালু হয়। এটি বাংলাদেশের সর্বোচ্চ রাজস্ব আয়ের খাত। এ সংক্রান্ত আইন জাতীয় সংসদে পাস হয় ১০ জুলাই ১৯৯১। (40তম বিসিএস প্রিলিমিনারি) মূসক একটি পরোক্ষ কর। এ উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়। মূল্য সংযোজন কর মূলত বিক্রয় কর বা সেলস ট্যাক্সের মতো।
২০১৮-১৯ অর্থনৈতিক সমীক্ষা অনুসারে (২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত) আমদানি পণ্যে মুসকের পরিমাণ ১৮৪৩৩.৫২ কোটি ও স্থানীয় পণ্যে ২৮৮৮০.৭৫ কোটি মোট মুসকের পরিমাণ ৪৭,৩১৪.২৭ কোটি টাকা।