মুজিবনগর সরকারের প্রশাসন

সাধারণ রীতি হলো—আগে সরকার গঠিত হয়, তারপর প্রতিষ্ঠিত হয় প্রশাসন। বাংলাদেশের মুজিবনগর সরকারের ক্ষেত্রে আগে গঠিত হয়েছিল প্রশাসন। কথাটা হেঁয়ালিপূর্ণ মনে হলেও আদতে ঘটেছিল তা-ই। প্রকৃতপক্ষে পাকিস্তানের শাসনযন্ত্র বাংলাদেশে ৭ মার্চ থেকে অচল হয়ে যায়। বাংলাদেশের প্রশাসন তার নিজের গতিতে কাজ শুরু করে। এভাবে শুরু হওয়া প্রশাসনযন্ত্র কোনো পরিকল্পনা অনুযায়ী মুজিবনগর সরকারে রূপান্তরিত হয়নি। তারা নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশের বিপ্লবের অংশ হয়ে দাঁড়িয়েছিল। এ রকম বিচ্ছিন্ন প্রয়াসের মাধ্যমেই গড়ে উঠছিল আমাদের প্রশাসন।মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের দায়িত্ব পালনের মধ্য দিয়েই একটি শক্তিশালী প্রশাসনব্যবস্থা দাঁড়িয়ে যায়। ফলে দেশ স্বাধীন হওয়ার পর একটি কার্যকর প্রশাসনের জন্য এক দিনও অপেক্ষা করতে হয়নি। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ৪টি রেঞ্জের জন্য ৪জন ডিআইজি এবং প্রতি জেলায় একজন করে এসপি নিয়োগ করা হয়।

Add a Comment